থাকছেন না কংগ্রেসে, বিজেপিতে আসা নিয়েও অনিশ্চিত ক্যাপ্টেন! শাহী বৈঠক শেষে জানালেন অমরিন্দর সিং

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি কংগ্রেসের মধ্যেকার তিক্ততার সম্পর্কের কারণে পদ ছাড়তে বাধ্য হন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh)। সেই জায়গায় অর্থাৎ পাঞ্জাব কংগ্রেসের প্রধান পদে নিয়ে আসা হয় নভজ্যোৎ সিং সিধুকে। কিন্তু মুখ্যমন্ত্রী আসন ছাড়তেই, সেই পদও ত্যাগ করেন সিধু।

মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে কংগ্রেসের নেতাদের উপর ক্ষোভ উগরে দিতে থাকেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, দলে তাঁকে অপমান করা হয়েছে আর এই কারণেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন। এসবের মধ্যেই বুধবার দিল্লীর রাজপথ দিয়ে তাঁর গাড়ি যেতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে। যা নিয়ে আবারও শোরগোল পড়ে যায় রাজনীতির অন্দরে।

1e168c3c 195b 11ec 8290 f3054f4a954c 1632927632943 1632927655504

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ক্যাপ্টেনের এই সাক্ষাৎ, বিজেপিতে তাঁর যোগদানের জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছিল। বর্তমান সময়ে কংগ্রেসের সঙ্গে দূরত্ব এবং অমিত শাহের সঙ্গে বৈঠক- সবমিলিয়ে বিজেপিতে যোগদানের পরে মোদী ক্যাবিনেটে বড় পদ পেতে পারেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমন ধারণাও তৈরি হয়েছিল বিশেষজ্ঞ মহলে।

তবে সে সমস্ত জল্পনা কল্পনায় জল ঢেলে দিলেন অমরিন্দর সিং নিজেই। ৪৫ মিনিটের শাহী বৈঠক শেষে তিনি ট্যুইটে জানান, কৃষক আইন নিয়েই কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। কেন্দ্রের পেশ করা কৃষি আইন নিয়ে কৃষক এবং মোদী সরকারের মধ্যে চলতে থাকা সমস্যা নিয়েই আলোচনা হয়েছে।

আবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাপ্টেন জানান, ‘এখনও কংগ্রেসেই আছি আমি। তবে আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি। তাই ভবিষ্যতে আর এই দলে থাকব না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর