চরম গরমে পুরুলিয়ার হাসপাতালে ফ্যান বন্ধের নোটিশ! কারণ জানলে চোখ কপালে উঠবে

বাংলা হান্ট ডেস্কঃ গরমের জেরে হাঁসফাঁস অবস্থা ভরা বৈশাখে। এরই মধ্যে হাসপাতালে রোগীদের ওয়ার্ডে একেবারে নোটিশ দিয়ে বন্ধ ফ্যান। সেই নোটিশে উল্লিখিত কারণ শুনলে চোখ কপালে উঠতে বাধ্য আপনারও। এহেন আজব নোটিশকে ঘিরেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বাগমুন্ডি হাসপাতালে।

হাসপাতালে জারি করা সেই বিতর্কিত নোটিশে বলা হয় যে, রোগীদের ওয়ার্ডে ভোর ৫টা থেকে সকাল ৮ টা এবং সন্ধ্যে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ করা থাকবে ফ্যান। আরও চাঞ্চল্যকর ব্যাপার এই যে, এহেন ‘অমানবিক’ নোটিশে সই রয়েছে খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের।

কিন্তু এই তাজ্জ্বব নোটিশ সাঁটার পিছনে কী কারণ দেখিয়েছে হাসপাতাল? হাসপাতালের দাবি, ২৪ ঘন্টা চললে দ্রুত খারাপ হয়ে যায় ফ্যানগুলি। অগত্যা ‘ফ্যান বাঁচাতে’ পুরুলিয়ার গরমে রোগীদের ওয়ার্ডে বন্ধ রাখা হচ্ছে ফ্যান। রাজ্যের সবচেয়ে উষ্ণ জেলাগুলির মধ্যে পুরুলিয়া অন্যতম। সেখানে গরমকালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০° ছোঁয়াটা একপ্রকার নিত্যনৈমিত্তিক ঘটনা। এহেন অবস্থায় ফ্যান বন্ধ থাকার ফলে ভ্যাপসা গরমে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নেবে সেই উত্তর অবশ্য মোটেই নেই হাসপাতালের কাছে।

fan 1

বলাই বাহুল্য, বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। বহু চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বিএমওএইচ। এই নোটিশ যে  ভুল তা স্বীকার করে অবিলম্বে এই নোটিশ প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন তিনি। একই প্রতিশ্রুতি মিলেছে স্থানীয় বিধায়ক সুশান্ত মাহাতোর তরফেও।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর