৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই বিশেষ খেতাব জিতে ফেডেরারকে ছুঁয়ে ফেললেন জকোভিচ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবসান হলো সাত বছরের দীর্ঘ অপেক্ষার। ২০১৫ সালের পর ফের একবার একটি এটিপি ফাইনাল জিতলেন নোভাক জকোভিচ। সার্বিয়ান সুপারস্টার ইতালির মাটিতে আয়োজিত ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ ক্যাসপের রুডকে হারিয়ে খেতাব দখল করলেন। নরওয়ের তারকাকে হারানোর পর এখন জোকারের ঝুলিতে রয়েছে ছয়টি এটিপি ফাইনাল খেতাব। তিনি ছুঁয়ে ফেললেন আরেক টেনিস কিংবদন্তী রজার ফেডেরারের এটিপি জয়ের রেকর্ড।

ইতালির তুরিনে অনুষ্ঠিত এই ফাইনালটিতে প্রথম সেটে কিছুটা লড়াই করেছিলেন নরওয়ের ক্যাসপের রুড। কিন্তু তাকে মাথায় চড়তে না জিতে দুই সেটেই ৭-৫, ৬-৩ গেমে জিতে শিরোপা দখল করে নেন সার্বিয়ার মহাতারকা। দীর্ঘ সাত বছর আগে শেষবার এই এটিপি ফাইনাল জিতেছিলেন তিনি। এর আগে জকোভিচ ২০০৮-এর পর ২০১২ থেকে ২০১৫ সাল অবধি টানা চার বছর এই শিরোপা জেতেন তিনি।

খেতাব জয়ের পর তৃপ্তির ঝলক স্পষ্ট ছিল জকোভিচের মুখে। সার্বিয়ান তারকা ট্রফি হাতে নিয়ে বলেন, “এই জয়ের গুরুত্ব অনেক এবং আমি আজকের সাফল্যের জন্য আমার পরিবার এবং আমার সাপোর্ট টিমকে ধন্যবাদ জানাতে চাই। আজকে বলে নয়, কেরিয়ারের প্রতিটা সাফল্যে তারা আমার কাজটা সফল করে গিয়েছে।

জকোভিচ এরপর বলেন, “অনেকদিন পর এই ট্রফি জিতলাম, এখানে এইমুহূর্তে আমার বাবা-মা নেই। আমার ভাইদের মতোই তারা বাড়িতে বসে আমাকে দেখছে। কিছুদিন আগের কঠিন সময়ে তারা আমার উপর বিশ্বাস রেখে গিয়েছে। আমার অস্থিরতা দেখে ধৈর্য্য হারায়নি, আমাকে প্রয়োজনীয় শক্তি এবং সমর্থন দিয়ে গিয়েছে। তার জন্য সকলের সামনে তাদের ধন্যবাদ জানাই।

৩৫ বছর বয়সী টেনিস কিংবদন্তি ২১ টি গ্র্যান্ডস্ল্যামের মালিক। সার্বিয়ান তারকা গতবছরের বিতর্ক দূরে সরিয়ে আবার অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করে পরের মরশুম শুরু করবেন। গত বছর ভিসার কারণে তাঁকে এই টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতি আরও ঘোরালো হয় যখন তিন বছর তাঁকে অস্ট্রেলিয়া থেকে নির্বাসিত করা হয়। তবে ৯ বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ীর ওপর থেকে নির্বাসন কিছুদিন আগেই তুলে নেওয়া হয়েছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর