বড়সড় নিয়ম জারি IRCTC-র! এবার অন্যের টিকিট কাটলেই হতে পারে ৩ বছরের জেল

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে এমন অনেকেই থাকেন যাঁরা সাধারণত অনলাইনে ট্রেনের টিকিট (Indian Railways Train Tickets) বুক করতে গিয়ে তাঁদের ব্যক্তিগত আইডি ব্যবহার করে অন্যদের (যেমন তাঁদের বন্ধু বা দূর সম্পর্কের কোনো আত্মীয়) টিকিট বুক করে দেন। এমতাবস্থায়, আপনিও যদি এহেন কাজ করে থাকেন তাহলে এখনই সতর্ক হয়ে যান। কারণ ইতিমধ্যেই নিজের আইডিকে কাজে লাগিয়ে অন্যদের জন্য অনলাইনে টিকিট বুক করা সম্পূর্ণ বেআইনি হয়ে গেছে। শুধু তাই নয়, বর্তমানে কোনো ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করতে গিয়ে ধরা পড়লে তাঁর ১০ হাজার টাকার জরিমানা বা ৩ বছরের জেলও হতে পারে।

অন্যের জন্য ব্যক্তিগত আইডি ব্যবহার করবেন না: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation, IRCTC) দেশের নাগরিকদের অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সুবিধা প্রদান করে। এমতাবস্থায় এই সুবিধা নিয়ে অনেকেই তাঁদের ব্যক্তিগত আইডি ব্যবহার করে অন্যদের জন্য ট্রেনের টিকিট বুক করে ফেলেন। এমন পরিস্থিতিতে, রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) এই নিয়ম লঙ্ঘনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

মূলত, IRCTC-র নিয়ম অনুসারে, একজন ব্যক্তি তাঁর ব্যক্তিগত আইডিতে নিজের এবং তাঁর পরিবারের সদস্যদের নামে অনলাইনে টিকিট বুক করতে পারেন। কিন্তু আপনি যদি আপনার আইডিকে কাজে লাগিয়ে কোনো বন্ধু বা পরিচিতের জন্য টিকিট বুক করেন সেক্ষেত্রে এটি আইনত অপরাধ হিসেবে বিবেচিত হবে।

শুধু তাই নয়, ইতিমধ্যেই এই নিয়মের ভিত্তিতে মধ্যপ্রদেশের ভোপাল এবং জব্বলপুর সহ একাধিক শহরে ব্যক্তিগত আইডিকে কাজে লাগিয়ে টিকিট বুক করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, RPF-এর আধিকারিকরাও এই কাজ বন্ধের জন্য অভিযান চালাচ্ছেন বলেও জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে, RPF সেই ব্যক্তিদের খুঁজছে যাঁরা তাঁদের ব্যক্তিগত আইডির মাধ্যমে অন্যদের জন্য অনলাইন টিকিট কাটছেন। ইতিমধ্যেই জব্বলপুর রেলওয়ে বিভাগ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ৯০ জনেরও বেশি জনকে দোষী বলে প্রমাণ করেছে। পাশাপাশি, তাঁদের বর্তমানে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

TRAIN RULES

টিকিট কেনার ক্ষেত্রে জালিয়াতি হচ্ছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, অনেক সময়ে দেখা যায় যে, এজেন্টরা গ্রাম থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় অনলাইনে ট্রেনের টিকিট বুক করার জন্য দোকান খুলে নেন। এমতাবস্থায়, তাঁরা কখনও কখনও জাল আইডি ব্যবহার করে কমার্শিয়াল টিকিট কেটে দেন। যার পরিবর্তে, গ্রাহকদের কাছ থেকে টিকিটের দামের দ্বিগুণ বেশি টাকা নিয়ে নেন তাঁরা। আর এভাবেই অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে জালিয়াতি বাড়ছে। এমতাবস্থায়, সংরক্ষিত টিকিট অনৈতিক ভাবে কেনা বা বিক্রি করা রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে অপরাধের আওতায় আসে। যার জেরে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযুক্ত ব্যক্তির ৩ বছর পর্যন্ত জেলও হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর