নিত্যযাত্রীদের জন্য সুখবর! শিয়ালদা ডিভিশনে নয়া পরিষেবা রেলের, উপকৃত হবেন লাখ লাখ মানুষ

বাংলা হান্ট ডেস্ক: লোকাল ট্রেনের (Local Train) যাত্রীদের জন্য সুখবর। যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই টিকিট ব্যবস্থায় বিরাট পরিবর্তন নিয়ে এল পূর্ব রেল (Eastern Railway)। এবার থেকে শিয়ালদা (Sealdah) ডিভিশনে লোকাল ট্রেনের টিকিট কাটা হবে আরও সহজ। যেহেতু এতদিন এখানে কোনো টিকিট কাউন্টার ছিলনা তাই বড় ঝক্কি পোহাতে হত যাত্রীদের। তবে এবার থেকে সেই সমস্যা আর রইলনা।‌

আসলে শিয়ালদা ডিভিশনের হল্ট স্টেশনগুলোতে থাকেনি কোনো টিকিট কাউন্টার। সেক্ষেত্রে বড়ই সমস্যায় পড়তে হতো যাত্রীদের। টেন্ডার ডেকে হল্ট স্টেশনের টিকিট কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল কয়েকটি বেসরকারি সংস্থাকে। এরপর লভ্যাংশ রেলের সাথে ভাগ করে নিত সেই সংস্থাগুলো। কিন্তু তাতে পুরো সমস্যার সমাধান হয়নি।

তবে এবার যাত্রীদের সুবিধার্থে নতুন পদক্ষেপ নিয়েছে। পূর্ব রেল। এবার থেকে শিয়ালদহ ডিভিশনের যে হল্ট স্টেশন রয়েছে সেখানের টিকিট কাটা যাবে UTS এর মাধ্যমেই। অর্থাৎ অনলাইনে পেমেন্ট করেই যাত্রীরা পৌঁছে যাবেন নিজ নিজ গন্তব্যে। সেক্ষেত্রে যাত্রীদের যাতায়াতের স্থায়ী সমাধান হতে পারে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আতঙ্ক! বন্ধ হচ্ছে কোভিড টিকা? গ্যাঁড়াকলে পড়তেই বড় সিদ্ধান্ত নিল অ্যাস্ট্রাজেনেকা

1605823736 local train

উল্লেখ্য, যাতে টিকিট কাউন্টারে দীর্ঘক্ষণ দাঁড়াতে না হয় সেজন্য রেল নিয়ে আসে UTS অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই টিকিট কেটে অসংরক্ষিত কামরায় ভ্রমণ করতে পারেন। অল্প সময়ের মধ্যে অ্যাপটির জনপ্রিয়তাও বেড়েছে অনেকখানি। জানিয়ে রাখি, শিয়ালদহ ডিভিশনের মোট ৫২টি হল্ট স্টেশনে প্রাথমিকভাবে UTS টিকিট কাটার পরিষেবা চালু হয়েছে। এতদিন যাত্রী সংখ্যা কম থাকার কারণেই নাকি এই পরিষেবা চালু করেনি রেল। কিন্তু এবার সেই সুবিধা নিয়ে এসেছে তারা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর