এবার এই FD স্কিম বন্ধ করার সিদ্ধান্ত নিল PNB! কি প্রভাব পড়বে গ্রাহকদের সঞ্চিত অর্থের ওপর?

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) তার একটি FD স্কিম বন্ধ করার ঘোষণা করেছে। ব্যাঙ্কটি তার ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে। PNB-র ওয়েবসাইটে বলা হয়েছে যে ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিট স্কিম PNB বার্ষিক আয় যোজনা বন্ধ করে দিচ্ছে। যদিও, যে গ্রাহকেরা এই স্কিমে বিনিয়োগ করেছেন তাঁদের চিন্তিত হওয়ায় কোনো প্রয়োজন নেই। কারণ, এই স্কিমটি এবার অন্য স্কিমের সাথে সংযুক্ত করা হচ্ছে। অর্থাৎ যাঁরা ইতিমধ্যেই এই স্কিমে বিনিয়োগ করেছেন তাঁরা এই স্কিমের সুবিধা পেতে থাকবেন। তবে, এই স্কিমে আর নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না।

কি জানিয়েছে ব্যাঙ্ক: PNB-র ওয়েবসাইটে বলা হয়েছে, PNB বার্ষিক আয় স্কিমের গ্রাহকদের জানানো হচ্ছে যে, এখন এই স্কিমটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, স্কিমটিকে PNB স্পেশাল ডিপোজিট স্কিমের সাথে সংযুক্ত করা হয়েছে। এমতাবস্থায়, PNB বার্ষিক আয় স্কিমের অ্যাকাউন্টধারীরা তাঁদের সুবিধা পেতে থাকবেন। যদিও, নতুন গ্রাহকরা এই স্কিমের সুবিধা পাবেন না। তবে, পুরোনো গ্রাহকদের সুবিধা অব্যাহত থাকবে।

PNB বার্ষিক আয় স্কিমটি কি: ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, এই স্কিমে কমপক্ষে ১০ হাজার টাকা বিনিয়োগ করা যেতে পারে। এরপরে বিনিয়োগ এক হাজার গুণ বৃদ্ধি করা যায়। পাশাপাশি, এই স্কিমে ২ কোটির কম বিনিয়োগ গৃহীত হয়।

এছাড়াও, PNB বার্ষিক আয় স্কিমে, বিনিয়োগকারীরা তাঁদের অর্থ ২ বছর থেকে ১০ বছরের মধ্যে বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পের অধীনে, গ্রাহকদের ম্যাচুরিটিতে অথবা ত্রৈমাসিক হারে সুদ দেওয়া হয়। এই স্কিমের সাথে গ্রাহকরা ডিমান্ড লোন বা ওভারড্রাফ্টের সুবিধাও পান।

pnb

PNB স্পেশাল ডিপোজিট স্কিমটি কি: ইতিমধ্যেই জানিয়েছি যে, PNB বার্ষিক আয় স্কিম এখন PNB স্পেশাল ডিপোজিট স্কিমের সাথে সংযুক্ত হয়েছে। এই স্কিমের অধীনে ন্যূনতম ১০০ টাকা বিনিয়োগ করা যেতে পারে। পাশাপাশি, জমাকৃত অর্থের পরিমান ২ কোটি টাকার কম হতে হবে। গ্রাহকেরা এক বছর থেকে ১০ বছরের মধ্যে অর্থ জমা করতে পারেন। এখানে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদান করা হয়। এর সাথে ডিমান্ড লোন বা ওভারড্রাফ্টের সুবিধাও পাওয়া যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, PNB স্পেশাল ডিপোজিট স্কিম হল PNB বার্ষিক আয় স্কিমের একটি বড় রূপ। তাই এটিকে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর