এবার এই দু’টি কোম্পানিকে বিক্রি করতে চলেছে সরকার! ইতিমধ্যেই শুরু হয়েছে প্রক্রিয়া

বাংলা হান্ট ডেস্ক: এবার আরও দু’টি কোম্পানিকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিল সরকার। জানা গিয়েছে, এবার কেন্দ্রের তরফে এয়ার ইন্ডিয়া (Air India) থেকে আলাদা হওয়া দু’টি সহায়ক সংস্থা-AIASL(Air India Airport Services Limited) এবং AIESL (Air India Engineering Services Limited)-এর বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। মূলত, এই বিভাগের সাথে জড়িত একজন আধিকারিক এই তথ্য জানিয়েছেন বলে জানা গিয়েছে।

ওই আধিকারিক জানিয়েছেন, “বিনিয়োগ এবং পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ (DIPAM) AIASL এবং AIESL-এ বিনিয়োগকারীদের আগ্রহ নিশ্চিত করার জন্য মিটিং এবং রোড শো শুরু করেছে। আমরা শীঘ্রই আগ্রহী দরপ্ৰাপকদের কাছ থেকে EOI-এর আমন্ত্রণ জানাব।”

এয়ার ইন্ডিয়ার বিক্রি: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই সরকার ঋণে জর্জরিত এয়ার ইন্ডিয়াকে গত বছরের অক্টোবর মাসে টাটা গ্রুপের কাছে ১৮ হাজার কোটি টাকায় বিক্রি করেছিল। পাশাপাশি, জানুয়ারিতে এয়ার ইন্ডিয়াকে পুরোপুরি টাটার হাতে তুলে দেওয়া হয়। এমতাবস্থায়, এয়ার ইন্ডিয়ার চারটি সহযোগী সংস্থা- এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড (AIASL), এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL), অ্যালায়েন্স এয়ার এভিয়েশন লিমিটেড (AAAL) এবং হোটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (HCI)- এই চুক্তির মধ্যে যুক্ত ছিল না। .

সরকার জানিয়েছে এই তথ্য: ইতিমধ্যেই প্রায় ১৫ হাজার কোটি টাকার এই সাবসিডিয়ারি এবং নন-কোর অ্যাসেটগুলিকে একটি SPV-এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেড (AIAHL)-এ স্থানান্তরিত করা হয়েছে। এমতাবস্থায়, সরকার জানিয়েছিল যে, এই সাবসিডিয়ারি এবং নন-কোর অ্যাসেটগুলিকে পরে বিক্রি করা হবে। যার ফলে পরবর্তীকালে DIPAM (Department of Investment and Public Asset Management) AIASL এবং AIESL-এর বেসরকারিকরণের জন্য বিনিয়োগকারীদের একটি বৈঠকের আয়োজন করে।

1129331 air india

বেসরকারিকরণের বিরোধিতা: এদিকে, ক্রমশ চলা বেসরকারিকরণের বিরুদ্ধে একাধিক আন্দোলনের মাঝেও সরকার তাদের এহেন পদক্ষেপে অনড় থাকছে। এদিকে, বেসরকারিকরণ অভিযানের আওতায় ইতিমধ্যেই একাধিক ব্যাঙ্কগুলিকেও বেসরকারিকরণের কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই দু’টি ব্যাঙ্ককে চূড়ান্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর