বাংলা পেতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস! কোন রুটে ছুটবে?

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরুতেই রাজ্যবাসীর জন্য আরও এক সুখবর! আরও একটি সেমিস্পিড এক্সপ্রেস। হাওড়া-এনজিপির পর এবার নতুন রুটে পথচলা শুরু করতে পারে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শীঘ্রই জগন্নাথ ধামে যাত্রা শুরু করতে পারে দ্রুতগতিসম্পন্ন এই ট্রেন। জানা গিয়েছে, আগামী মাসে হাওড়া থেকে পুরী চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস।

পূর্বেই ইঙ্গিত মিলেছিল কেন্দ্রের তরফে। অবশেষে জল্পনার অবসান। জানা গিয়েছে, ফেব্রুয়ারীর (February) মাঝামাঝি সময় থেকেই এই এক্সপ্রেস চলতে পারে। চলবে হাওড়া (Howrah) থেকে পুরী (Puri) পর্যন্ত। তবে কত ভাড়া হবে, কোন সময় চলবে, সপ্তাহে কদিন চলবে সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি রেল তরফে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই বাংলা তার প্রথম সেমিস্পিড এক্সপ্রেস উপহার পায়। হাওড়া থেকে এনজেপি যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। তবে পথ চলা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত বিতর্ক পিছু ছাড়েনি এই ট্রেনের। সেমিস্পিড এই এক্সপ্রেস চালু হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই প্রবল আক্রমণের শিকার হয়। যাত্রা পথে একাধিকবার বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় পাথর। কখনও বর্ধমান, কখনও বিহার, তো কখনও হুগলি, ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠে আসে এই বহুবার। যা নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি।

vande bharat

ট্রেন আক্রমণের বিষয়কে হাতিয়ার করে রাজ্যের শাসকদলকে একহাত নেয় গেরুয়া বাহিনী। পাল্টা তৃণমূলও ক্ষোভ উগরে দেয় বিজেপির ওপর। অন্যদিকে, শুক্রবার ফের একদিনে তিনবার হামলার শিকার হয় বন্দে ভারত এক্সপ্রেস। এই আবহে আরও একটি বন্দে ভারত পেতে পারে রাজ্য। যা চলবে সম্পূর্ণ নতুন একটি রুটে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর