বাংলা হান্ট ডেস্ক : টানা কয়েক দিন ধরে যে ভাবে শহর কলকাতায় শীত ছক্কা হাঁকাচ্ছে তা নিয়ে নিশ্চয়ই কারো সন্দেহ নেই। এত দিন অবধি শীতপ্রেমীদের মন খারাপ ছিল কিন্তু বুধবার থেকে যে ভাবে ঠান্ডা করেছে এবং তাপমাত্রার পারদ নেমেছে তাতে বেজায় খুশি সকলেই। কিন্তু শীতপ্রেমীদের কাছে এই শীত মহা আনন্দের হলেও এক প্রান্তে শীত কিন্তু মানুষের কাছে অত্যন্ত কষ্টকর। যাদের কাছে নেই শীতের পোশাক নেই শীত আটকানোর মতো কোনও জিনিস তাঁদের কাছে সত্যিই শীত খুব কষ্টকর
কিন্তু শহরের সেই সমস্ত দুঃস্থ মানুষদের কাছে সান্তা ক্লজ হয়ে দাঁড়ালেন অভিনেত্রী নুসরত জাহান। ক্রিস্টমাসের আগেই শহরের কিছু ফুটপাথবাসীদের, এবং গরিব যৌনকর্মীদের জন্য সান্তা ক্লজ হয়ে উঠলেন অভিনেত্রী নুসরত। তাই এ বার শীতে সেই সমস্ত দুঃস্থ ফুটপাথবাসীদের কম্বল দান করলেন নুসরত। শুধু কম্বল দান নয় কারর হাতে নতুন জামা কাপড় তুলে দিলেন অভিনেত্রী
যদিও অভিনেত্রী সাংসদের এই মহত কাজে সঙ্গী হয়েছিলেন তাঁর স্বামী নিখিল জৈন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তাতে উত্সবের আনন্দ সকলেরই প্রাপ্য এমনটা লিখেন নুসরত পাশাপাশি দুঃস্থ ফুটপাথবাসী থেকেই গরিব যৌন কর্মী সকলেরই এই ভালোবাসা পাওয়ার কথা এমনটাও বলেন তিনি। বে সাংসদ হওয়ার পর এর আগে দীপাবলি উপলক্ষে গরিব মানুষদের ফুটপাতে উপহার দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, কয়েকদিন আগে অতিরিক্ত ওষুধ খাওয়ার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন নুসরত জাহান, বর্তমানে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ তে ভর্তি ছি তিনিলেন। রবিবার রাতে প্রচণ্ড অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষার পর চিকিত্সকরা জানিয়েছেন অতিরিক্ত ওষুধ খাবার পার্শ্ব প্রতিক্রিয়াতেই নুসরতের এই অবস্থা।