‘সকলেই সুস্থ থাকবেন, স্ট্রং থাকবেন’- ইয়াস মোকাবিলায় ভিডিও বার্তা নুসরতের

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার দিক থেকে অভিমুখ সরিয়ে ওড়িশায় ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas)। নর্থ ধামড়ায় সকাল সাড়ে ৯টা নাগাদ ল্যান্ডফল হয় ইয়াসের। প্রবল জলোচ্ছ্বাসে জলমগ্ন একাধিক গ্রাম। তবে বাংলার দিকে বিশেষ প্রভাব না পড়লেও, ভিডিও বার্তায় গোটা বাংলার মানুষকে সতর্ক করলেন অভিনেত্রী তথা তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহান (nusrat jahan)।

মঙ্গলবার বিকেলে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করেন নুসরত জাহান। সেখান তিনি বসিরহাটবাসী তথা গোটা বঙ্গবাসীর উদ্দেশ্যে বলেন, ‘বসিরহাট লোকসভা কেন্দ্রের সকলকে এবং সকল বঙ্গবাসীকে আমার তরফ থেকে আবেদন করছি, আপনারা সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আগামী দিনে আমদের একটা বড় ঘূর্ণিঝড়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলকে অনুরোধ করব, কেউ বাড়ি থেকে বেরোবেন না। সাবধানে থাকবেন’।

https://www.facebook.com/nusratchirps/videos/320771412788203

সতর্কবার্তার সঙ্গে নুসরত আরও বলেন, ‘ইলেক্ট্রিক্যাল ল্যাম্পপোস্ট থেকে দূরে থাকবেন। বাড়ির সমস্ত মোবাইল এবং এমারজেন্সি লাইট চার্জ করে রাখবেন। যদি মনে হয় আপনার বাড়ির কোন ক্ষতি হতে পারে, তাহলে ঘূর্ণিঝড় মোকাবিলা আশ্রয়ে গিয়ে আশ্রয় নেবেন। স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা সুস্থ থাকবেন, স্ট্রং থাকবেন। তাহলেই দেখবেন আমরা একসঙ্গে এই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারব’।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এক পার্টির ছবিতে যশ ও নুসরতকে একসঙ্গে দেখা যাওয়ায় সমালোচনায় মুখর হয়েছে নেটজনতারা। তারউপর ঘূর্ণিঝড় ইয়াসের আগমনের প্রস্তুতির মধ্যেই উষ্ণ ফটো শ্যুট করার প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানকে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর