বিজেপির অনেক টাকা, আমরা গরিব পার্টি, আমাদের টাকা নেই: নুসরত জাহান

অভিনয়ের জগৎ হোক বা রাজনীতির জগৎ দুই ক্ষেত্রেই প্রায়শই খবরের শিরোনামে থাকেন নুসরত জাহান। সাধারণ অভিনয়ের জগৎ থেকে রাজনীতিতে আসা লোকজনের সক্রিয়তা একটু কম দেখা যায়। তবে নুসরত জাহানের ক্ষেত্রে তা একবারে উল্টো। অভিনযের সাথে সাথে রাজনীতিতেও নিজের প্রভাব কম করতে রাজি নন তৃণমূল সাংসদ নুসরত জাহান।

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ার ক্যামেরা সব জায়গাতেই বিজেপির বিরুদ্ধে মুখর থাকেন তৃণমূল সাংসদ। সম্প্রতি এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এসে বিজেপির বিরুদ্ধে আবারও ক্ষোভ উগরে দিয়েছেন নুসরত। এক সাংবাদিকদের সাথে বর্তমান রাজনীতি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে নুসরত তৃণমূল থেকে বিজেপিতে নেতাদের চলে যাওয়া এবং জয় শ্রী রাম শ্লোগানে মমতা ব্যানার্জীর রেগে যাওয়ার উপর কথা বলেছেন।

"Our country is burning at the hands of Modi ji and BJP", said Nusrat Jahan

নুসরত জাহান বলেন, “বিজেপির কাছে অনেক টাকা আছে, আমরা (তৃণমূল কংগ্রেস) গরিব পার্টি। আমরা আবেগের মাধ্যমে মানুষের সাথে জুড়ে রয়েছি। অন্যদিকে বিজেপি টাকা, বিজনেস ইত্যাদি দিয়ে মানুষের সাথে জুড়ে থাকে। আমাদের পার্টি অফিস দেখুন আর ওদের পার্টি অফিস দেখুন। আমাদের পার্টি অফিস আপনাদের গরিব পার্টি অফিস মনে হবে। বিজেপি পার্টি অফিস ফাইভ স্টার পার্টি অফিস মনে হবে।”

নুসরত আরো বলেন, আমাদের অনেক লোকজন ওদের পার্টিতে চলে যাচ্ছে। তাহলে কি যারা এতদিন আমদের নীতি নীতি, আদর্শ নিয়ে চলছিল তারা রাতারাতি নীতি বদলে ফেলল। এটা তো হিউম্যান সাইকোলজির বিরুদ্ধে। কোন শক্তির বলে লোকজন এমন সিদ্ধান্ত নিচ্ছে? এর সোজাসাপটা উত্তর টাকার শক্তিতে। নুসরত বলেন বিজেপি লোকজনকে টাকার শক্তিতে দলে টানছে।

সম্পর্কিত খবর