‘নিঃশ্বাস নিতে পারছি না’ আন্দোলনে অংশ নিলেন নুসরত, মোদীকে করলেন কড়া ভাষায় আক্রমণ

বাংলাহান্ট ডেস্কঃ দেশে করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই অক্সিজেন সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দিকে আঙ্গুল তুললেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan Ruhi)।

সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেন নুসরত জাহান। যেখানে দেখা যায়, হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় করোনা রোগীদের পরিবারের লোকেরা অক্সিজেনের ব্যবস্থা করার জন্য দৌড়াদৌড়ি করছেন। চোখে জল নিয়ে তাঁরা ক্যামেরার সামনে নিজেদের অসহায়তার কথা জানাচ্ছেন।

এই করুণ অবস্থার ভিডিও দেখে নিজেকে সামলাতে পারলেন না অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। তাঁরও চোখের জল বাঁধ মানল না। কিন্তু এই ভিডিও দেখে পর মুহূর্তেই অক্সিজেনের অভাবের জন্য দায়ী করলেন আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

অক্সিজেনের অভাব দেখা দেওয়ার পর থেকেই স্যোশাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে #wecan’tbreathe আন্দোলনে। এই আন্দোলনে সামল হয়ে প্রধানমন্ত্রীর সামনে একগুছ প্রশ্ন রাখেলন অভিনেত্রী সাংসদ। তিনি লিখলেন, ‘প্রধানমন্ত্রী যদি বাইরের দেশে অক্সিজেন রপ্তানি না করতেন, তাহলে আজকের দিনে তাঁর দেশের মানুষকে অক্সিজেনের জন্য হাহাকার করতে হত না। তাদের নিঃশ্বাস নিতে কোন সমস্যা হত না। আজকের দিনে এই দেশের মানুষ নিঃশ্বাস চেওয়ার জন্য কাতরাচ্ছেন। এটা একটা অপরাধ। দেশবাসীর জন্য পর্যাপ্ত মজুত না রেখে কেন ৬৫ শতাংশ টিকা রপ্তানি করা হল? কেনই বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা মেনে দেশের মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে না?’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর