বিজেপির ইস্তেহার বাংলার জন্য নয়, বহিরাগতদের জন্য! অমিত শাহকে কটাক্ষ নুসরতের

বাংলাহান্ট ডেস্কঃ গতকালই অর্থাৎ ২১ শে মার্চ বিজেপির পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে। তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) বিজেপির এই ইস্তেহার প্রকাশকে কটাক্ষ করে বহিরাগতদের জন্য করা হয়েছে বলে আক্রমণ করলেন। তাঁর কথায়, ‘এটা বাংলার মানুষের জন্য নয়, এই ইস্তেহার বহিরাগতদের জন্য এবং  বহিরাগতদের পক্ষে’।

নির্বাচনের দিনক্ষণ বহু আগেই ঘোষিত হয়ে গিয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়ে গেলেও, বিজেপির কাজ এখনও চলছে। নির্বাচনী ইস্তেহার প্রকাশের ক্ষেত্রে শাসক দল তৃণমূল অনেক আগেই তাঁদের নির্বাচনী ইস্তেহার জারি করেছিল। শনিবার বামেরাও তাঁদের নির্বাচনী ইস্তেহার জারি করে। এরপর গতকাল বাংলা সফরে এসে কলকাতা থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

1616333013 BJP Manifesto

বিজেপির এই ইস্তেহারে- চাকরীতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ, পড়াশুনা,পাবলিক ট্র্যান্সপোর্টে মহিলাদের বিনামূল্যে যাতায়াত থেকে শুরু করে কৃষক মৎস্যজীবীদের আর্থিক সাহায্য থেকে শুরু করে CAA পাশ করিয়ে সমস্ত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে সহ আরও বেশকিছু আগাম কর্মসূচীর কথা জানায় গেরুয়া শিবির।

বিজেপির পক্ষ থেকে এই নির্বাচনী ইস্তেহার প্রকাশকে কটাক্ষ করলেন টলি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্টে তিনি লেখেন, ‘বিজেপির এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ দেখেই বোঝা গেল, তাঁরা শুধুমাত্র পর্যটক’।

এখানেই থেমে গেলেন না এই তরুণ তৃণমূল সাংসদ। তিনি আরও বললেন, ‘বিজেপির প্রকাশিত এই ইস্তেহার বাংলার সাধারণ মানুষের জন্য নয়, বিজেপির এই ইস্তেহার বহিরাগতদের পক্ষে এবং বহিরাগতদের জন্যই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর