ODI বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বাদ পড়লো ভারতের ২ চিরপ্রতিদ্বন্দ্বী! এখন বিশ্বকাপ খেলবে এই ১০ দেশ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৩ সালে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের জন্য যোগ্যতাঅর্জন পর্বের লড়াই জমে উঠেছে। সোমবার লোগান ভ্যান উইকের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে নেদারল্যান্ডস ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলায় ডাচ ক্রিকেট দল যেভাবে ক্যারিবিয়ান দলকে হারিয়েছে তা দেখে গোটা ক্রিকেট বিশ্ব পুলকিত। নেদারল্যান্ডসের এই পারফরম্যান্স অবাক করেছে প্রত্যেককে।

গতকাল সুপার ওভারে পৌঁছে যাওয়া ওই ম্যাচটিতে শেষপর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখতে ব্যার্থ হয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর আশ্চর্যজনকভাবে পরপর জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে তারা সুপার সিক্সের লড়াই শুরু হওয়ার আগেই চাপে পড়ে গিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়ে ভালো জায়গায় রয়েছে জিম্বাবোয়ে।

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য ১০টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও আমেরিকা। এই গ্রুপ থেকে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। এর মধ্যে একটি ম্যাচেও হারেনি দলটি।

একই সময়ে, নেদারল্যান্ডস তিনটি ওয়েস্ট ইন্ডিজের ২টি ম্যাচ জিতে সুপার সিক্সে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। তারা নিজেদের গ্রূপে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। নেপাল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই গ্রুপ থেকে বাদ পড়েছে।

যোগ্যতা অর্জন পর্বের অপর গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ওমান, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাশাহী। শ্রীলঙ্কা বাকিদের থেকে অনেক এগিয়ে রয়েছে সব ম্যাচ জিতে। স্কটল্যান্ড তিনটি জয়ের সাথে দ্বিতীয় স্থান দখল করে। এছাড়া ওমান ২টি ম্যাচ জিতে তিন নম্বরে রয়েছে। তবে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ড যেরকম ছন্দে রয়েছে তাতে শ্রীলঙ্কা সুপার সিক্সে তাদেরকে হারিয়ে ভারতের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে এমনটা পুরোপুরি নিশ্চিত ভাবে বলা যায় না।

অপরদিকে ওয়েস্ট ইন্ডিজকে সুপার সিক্সের তিনটি ম্যাচে জিততে হবে এবং আশা করতে হবে একটি বেশি দল যেন ১০ পয়েন্টের গুন্ড না পেরোয়। জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা ৮ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের লড়াই শুরু করবে। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের পয়েন্ট ৬। ওয়েস্ট ইন্ডিজ এবং ওমান এখন চার পয়েন্টে রয়েছে। সুপার সিক্স পর্ব থেকে এই ছয়টি দলের মধ্যে কেবলমাত্র দুই দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর