প্রকাশিত হলো ওডিআই বিশ্বকাপের সূচি! মোদীর রাজ্যে হবে ফাইনাল, দুর্গাপূজাতেও চলবে খেলা?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বছরে ভারতের মাটিতেই আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। ২০২৩ সালের এই বিশ্বকাপ ভারত এককভাবেই আয়োজন করবে। ২০১১ সালে যখন শেষবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ হয়েছিল তখন শ্রীলঙ্কা এবং বাংলাদেশও কিছু ম্যাচ আয়োজন করেছিল ওই হাইভোল্টেজ টুর্নামেন্টের। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল (Team India) ওই বিশ্বকাপ জয় করেছিল। যদিও এতদিন কোনও ধারণাই ছিল না যে বিশ্বকাপ কবে আরম্ভ হবে এবং কবেই বা সেটি শেষ হবে। কিন্তু এখন সেই সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছে বিসিসিআই (BCCI) ও আইসিসি (ICC)।

সূত্র মারফত পাওয়া খবর থেকে আশঙ্কা করা হচ্ছে যে ১০ দলের এই টুর্নামেন্টটি আরম্ভ হবে অক্টোবরের ৫ তারিখে। মোট ৪৬ দিন ধরে চলবে এই মহাযজ্ঞ। অর্থাৎ কলকাতায় একইসঙ্গে মানুষ দুর্গাপুজো এবং বিশ্বকাপের উত্তাপ অনুভব করতে পারবেন। আশঙ্কা করা হচ্ছে টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হতে চলেছে নভেম্বর মাসের ১৯ তারিখে। অর্থাৎ পঞ্জিকা বলছে ছট পুজোর দিন আয়োজিত হবে এই বিশ্বকাপের ফাইনাল।

এখনো কোনো কিছুই চূড়ান্ত না হলেও খবর পাওয়া যাচ্ছে যে আহমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। এক লাখেরও বেশি দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি ওই হাইভোল্টেজ টুর্নামেন্টের ফাইনালটি আয়োজন করার যোগ্য পরিবেশ বলে মনে করছে বিসিসিআই।

শুধুমাত্র তাই নয়, গোটা টুর্নামেন্টে আয়োজিত হবে সারা ভারতের ১২টি স্টেডিয়াম জুড়ে। আহমেদাবাদ ছাড়া কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, ইন্দোর, রাজকোট, ধর্মশালা, হায়দারাবাদ, রাজকোট আপাতত চূড়ান্ত। বাকি দুটি ভেন্যু খুব শীঘ্রই বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে।

সাধারণত আইসিসি অন্যান্য বিশ্বকাপের ক্ষেত্রে ১ বছর আগেই টুর্নামেন্টের সূচি সম্পূর্ণ করে জানিয়ে দেয়। কিন্তু এবার ভারত সরকারের সঙ্গে কর সংক্রান্ত কিছু সমস্যার কারণে সেটা করা হয়নি। সেই সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় হওয়া বর্ষাও এমনটা হওয়ার একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে। ২০১১ ওডিআই বিশ্বকাপের পর ভারত কেবলমাত্র একটি আইসিসি ট্রফি ও আয়োজন করেছে সেটি হল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার ভারতের সামনে চ্যালেঞ্জ আরো একটি আইসিসি ট্রফি সফলভাবে আয়োজন করার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর