জঙ্গলে উদ্ধার মহিলা ক্রিকেটারের ঝুলন্ত দেহ! খুন নাকি আত্মহত্যা? প্রশ্নের মুখে সরকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কটকের জঙ্গলে ঘটে গেল মারাত্মক ঘটনা। উদ্ধার হলো গলায় দড়ি দেওয়া ওড়িশার মহিলা ক্রিকেটারের দেহ। এই মহিলা ক্রিকেটারের নাম রাজশ্রী সোয়াইন (Rajashree Swain)। গত বুধবার অর্থাৎ ১১ ই জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। শেষ পর্যন্ত কটকের জঙ্গলের একটি গাছের ডাল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

মৃতদেহের সাথে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। ওই সুইসাইড নোটে মানসিক চাপের কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার কথা লেখা রয়েছে। তবে রাজশ্রীর পরিবার এই ঘটনাটিকে আত্মহত্যা নয়, খুন হিসাবে দেখছেন। তাদের পরিবারের মেয়েকে খুন করা হয়েছে বলে সরাসরি অভিযোগ তুলছেন তারা।

রাজশ্রীর নিখোঁজ হওয়া নিয়ে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোচ একটি এফআইআর দায়ের করেছিলেন স্থানীয় থানায়। এরপর তদন্ত শুরু করে পুলিশ রাজশ্রীর স্কুটার এবং হেলমেটের সন্ধান পায়। তারপর কটকের গুরুদেঘটিয়া থানার সংলগ্ন জঙ্গলের চিরুনি তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রাজ্য দলে সুযোগ না পাওয়ার হতাশা থেকে এমনটা করেছেন রাজশ্রী, এটাই পুলিশের প্রাথমিক অনুমান।

Rajashree

গত ২ রা জনুয়ারি থেকে শুরু হওয়া ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ শিবিরে মোট ২৪ জন মহিলা ক্রিকেটারের সঙ্গে উপস্থিত ছিলেন রাজশ্রীও। গত মঙ্গলবার অর্থাৎ ১০ই জানুয়ারি ওড়িশার রাজ্য দল ঘোষণা করা হয় যেখানে রাজশ্রীর নাম ছিল না। খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন তিনি। তার বোন জয়শ্রী দাবি যে তার দিদি তাকে ফোন করে কান্নাকাটিও করেছিলেন এই ব্যাপারটি নিয়ে।

এরপর রাজশ্রী তার কোচকে জানান তিনি তার বাড়ি অর্থাৎ পুরীতে ফিরছেন নিজের বাবার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু তিনি বাড়িতে আর পৌঁছনি এবং তার ফোনটিও সুইচড অফ হয়ে যায়। এরপর তার কোচ পুষ্পাঞ্জলি ব্যানার্জি তার কোন হদিস না পেয়ে থানায় খবর দেওয়ার সিদ্ধান্ত নেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর