পায়ে চোট পেয়ে গৃহবন্দি ঐন্দ্রিলা! নীপার দ্রুত সুস্থতা কামনা করছে ‘মিঠাই’ ভক্তরা

   

বাংলাহান্ট ডেস্ক: কড়া প্রতিপক্ষের মুখে পড়ে সিংহাসন টলোমলো ‘মিঠাই’ (mithai) এর। তার মধ‍্যে আবার একের পর এক বিপদ এসে দাঁড়াচ্ছে মোদক পরিবারের সামনে। পায়ে গুরুতর চোট পেলেন ঐন্দ্রিলা সাহা (oindrila saha) ওরফে সকলের আদরের নীপা। পায়ে প্লাস্টার বেঁধে বাড়িতেই বসে রয়েছেন তিনি। ছবি দেখে মন খারাপ ভক্তদের।

ঐন্দ্রিলার ফ‍্যানপেজের তরফে তাঁর ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, পায়ে প্লাস্টার বেঁধে বসে রয়েছে পর্দার নীপা। চোট লাগা পায়ের তলায় রাখা একটি বালিশ। কীভাবে তিনি চোট পেলেন বা ঠিক কী হয়েছে তা জানা যায়নি। তবে চোট নিয়েই মুখ থেকে হাসি মিলিয়ে যেতে দেননি ঐন্দ্রিলা। ফ‍্যানপেজের তরফে ঐন্দ্রিলার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

Screenshot 2022 01 18 16 10 01 619 com.instagram.android
সেই ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী। সিরিয়ালে প্রায়ই নীপাকে বলতে শোনা যায় যে সে এখন আর ছোটটি নেই। অনেক বড় হয়ে গিয়েছে। বেশিরভাগ সময়ে রুদ্রদার চোখে নিজেকে বড় দেখাতেই এমনটা বলে থাকে নীপা। তবে সম্প্রতি মিঠাইয়ের মা মারা যাওয়ার পর পরিবারের সবথেকে ছোট সদস‍্য হয়েও বড়দের মতো মিঠাইকে সামলেছিল সে। এখনো পায়ে চোট পেয়েও ঐন্দ্রিলার হাসিমুখ বলে দিচ্ছে, শুধু পর্দায় নয় বাস্তবেও এখন আর ছোটটি নেই তিনি।

কিছু না কিছু বিপদ লেগেই রয়েছে মিঠাইয়ের সেটে। এর আগে দূর্গাপুজোর শুটিংয়ের সময়ে পায়ে চোট পেয়েছিলেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। সম্প্রতি খবর মেলে করোনা আক্রান্ত হয়েছেন উদয় প্রতাপ সিং ওরফে রাতুল। এখন আবার চোট পেলেন ঐন্দ্রিলা। এমতাবস্থায় তিনি আদৌ শুটিং করতে পারবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে দর্শকদের।

01manual 1rhr3bvdd9pg list
সিরিয়ালে রুদ্রদার প্রতি নীপার দুর্বলতা এখন আর  কারোর অজানা নয়। হল্লা পার্টি অনেক কষ্টে বিষয়টা বাড়ির বড়দের কাছ থেকে লুকিয়ে রেখেছে বইকি, কিন্তু দিন দিন আরোই বেড়ে চলেছে নীপার রুদ্র-প্রেম। এমন অবস্থায় হাজির বসুন্ধরা। রুদ্রর সঙ্গে তার আগে থেকেই চেনা পরিচয়। হাবেভাবে বোঝা যায়, রুদ্রও বসুন্ধরার প্রতি অনুরক্ত। নীপার কষ্টে দর্শকদের মন কাঁদলেও তাদের দুষ্টুমিষ্টি রসায়ন বেশ উপভোগ করেন সকলে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর