বিরাট সুখবর! আগামী শিক্ষাবর্ষ থেকেই বিএড-এ নিয়ম পরিবর্তন 

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষা ব্যবস্থা নিয়ে ইতিপূর্বে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। তবে বদনাম ঘোচাতে এবার প্রায় এক যুগ বাদে এসে গেল দারুন সুখবর। জানা যাচ্ছে, আগামী এক বছরে আবার ফিরে আসছে ব্যাচেলর ইন এডুকেশন বা বিএড (B.Ed) কোর্সের পুরনো মেয়াদ। প্রায় এক দশক আগে ২০১৪ সালে বিএডের এক বছরের মেয়াদ বাড়িয়ে দু’বছর করেছিল নিয়ামক সংস্থা এনসিটিই।

রাজ্যে আগামী শিক্ষাবর্ষ থেকেই বিএড-এ (B.Ed) ফিরছে পুরনো পদ্ধতি

মেয়াদ বাড়লেও দ্রুত কমতে শুরু করে ছাত্রছাত্রীর সংখ্যা। জানা যাচ্ছে, বর্তমানে বাংলা (West Bengal) সহ বহু রাজ্যে নিয়মিত শিক্ষক নিয়োগ হয় না। যার ফলে শিক্ষকের অভাবে বেহাল দশা রাজ্যের অধিকাংশ সরকারি স্কুলের। বছরের পর বছর নিয়োগ না হওয়ায় দু’বছর ধরে দ্বিগুণ টাকা খরচ করে এই কোর্সে (B.Ed) ভর্তি হওয়ার আগ্রহও অনেক কমে গেছে। তবে আশা করা হচ্ছে খুব তাড়তাড়ি এই ছবিটা পাল্টে যাবে। জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল থেকেই আবার আগের ফরম্যাটে ফিরিয়ে আনা হচ্ছে এই কোর্সে। যদিও, শুরুতেই সমস্ত বিএড কলেজ এই কোর্স চালুর সুযোগ পাবে না।

রাজ্যে  দিনের পর দিন বিএডে-র (B.Ed) পড়ুয়ার সংখ্যা কমছে এবং এই কারণেই কোর্সটিকে আকর্ষণীয় করে তুলতে সময়সীমা কমানোর কথা ভাবা হয়েছে। আর একথা স্বীকার করে নিয়েছেন খোদ এনসিটিই চেয়ারম্যান পঙ্কজ অরোরাও। তবে একইসাথে তিনি জানিয়ে দিয়েছেন, চার বছরের ডিগ্রি কোর্স উত্তীর্ণ অথবা স্নাতকোত্তর ছাত্রছাত্রীরাই এই সুযোগ পাবেন। আর যে সব প্রতিষ্ঠানে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (আইটিইপি) চালু থাকবে সেখানেই আপাতত এই কোর্স শুরু করার সুযোগ দেওয়া হবে।

জানা যাচ্ছে, মূলত মাল্টিডিসিপ্লিনারি প্রতিষ্ঠানগুলিকেই এই সুযোগ দেওয়া হবে। এই মুহূর্তে সারা দেশে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৬৪। আগামীদিনে যে সমস্ত প্রতিষ্ঠান ২০২৮ সালের মধ্যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবং ২০৩০ সালের মধ্যে আইটিইপি চালুর অঙ্গীকার করবে, তাদেরও এই কোর্স (BED) চালানোর অনুমোদন দেওয়া হবে। তবে এই ভাবনাগুলি নিয়ে এবার বিভিন্ন মহলের মতামত নেবে এনসিটিই। টানা ২১ দিন ধরে সেই প্রক্রিয়া চলবে।

আরও পড়ুন: ‘আশা করি বিচার পাব!’ তুলে নেওয়া মামলা শুরু হচ্ছে আবার, হাইকোর্টের নির্দেশে খুশি মৃতের পরিজন

পশ্চিমবঙ্গে কিছু বেসরকারি কলেজে চার বছরের ইন্টিগ্রেটেড বিএড (B.Ed) কোর্স চালু রয়েছে। তবে, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে নতুন পদ্ধতির ইন্টিগ্রেটেড কোর্স চালু নেই। জানা যাচ্ছে ইতিমধ্যেই সেই কোর্স চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া ইতিমধ্যেই সরকারি কলেজগুলিতেও সেই কোর্স চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই কারণেই এই কোর্স চালু করার পরিকাঠামোর হিসেব পাঠানো হয়েছে বিকাশ ভবনে।

Government of West Bengal school teacher recruitment

সব ঠিক থাকলে এই বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠানে এক বছরের বিএড কোর্স চালু হতে পারে। তবে সেই সুযোগ সবার জন্য থাকছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের একটি সরকারি কলেজের অধ্যাপক এবং এনসিটিই-র কো-অর্ডিনেটর এপ্রসঙ্গে অবশ্য বিরূপ মন্তব্য করে বলেছেন, ‘এসব সিদ্ধান্ত খামখেয়ালিতে ভরা। একবার চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স চালাতে বলছে, আবার বিএড এক বছরের করে দেবে বলছে। আসলে এসব খবরে ভেসে থাকার চেষ্টা।’ যদিও বেসরকারি বিএড কলেজ সংগঠন ইউনাইটেড ফোরামের সভাপতি তপন বেরা এনসিটিই-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর