‘পুরনো তৃণমূল কর্মীরা বসে যাচ্ছি, আমাদের একটু দেখুন’, মমতার কনভয়ের সামনে করুণ আর্তি বৃদ্ধের

বাংলাহান্ট ডেস্কঃ ‘একটু দেখুন আপনি, পুরনো তৃণমূল কর্মীরা তো বসে যাচ্ছেন’, এমনইভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) কনভয়ের সামনে কাকতি মিনতি করলেন এক বৃদ্ধ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী যখন জলপাইগুড়ির সভাস্থলে যাচ্ছিলেন, তখন হঠাৎই তাঁর পথ আটকে দাঁড়ান জলপাইগুড়ি শহরের পাহাড়পুর এলাকার বাসিন্দা রাজেন রায় (এই বৃদ্ধ)।

মুখ্যমন্ত্রীর পথ আটকানোর ঘটনা এটাই প্রথমবার নয়, এর আগেও ২০১৮ সালে মুখ্যমন্ত্রী যখন জলপাইগুড়িতে গিয়েছিলেন, তখন বাবুপাড়ায় এলাকায় একই ভাবে এই রাজেন রায়ই মুখ্যমন্ত্রীর কনভয় আটকেছিলেন। এলাকায় পানীয় জলের সমস্যা হচ্ছে, এই অভিযোগ করে একটি চিঠি বহু কষ্টে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর হাতে। যেমন বলা, তেমনই কাজ। মুখ্যমন্ত্রীর হাতে চিঠি তুলে দিয়েই পরদিনে সেখানে পৌঁছেছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা।

n kjdnckjcns

তবে এবারে আর জলের কষ্ট নয়। এলাকায় আদি তৃণমূল কর্মী হিসাবে পরিচিত রাজেন রায়ের বয়স প্রায় সত্তরের কাছাকাছি। তবে বর্তমানে দলের এবং দলীয় কর্মীদের করুন দশা দেখে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আর্তি জানালেন কিছু করার জন্য। সেই কারণেই জলপাইগুড়ির সভাস্থলে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে দিলেন রাজেন রায়।

মুখ্যমন্ত্রীর গাড়ি সেখানে বেশিক্ষণ না দাঁড়ালেও, তিনি বললেন, ‘বর্তমান সময়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা আর দলের আদি কর্মীদের কোন গুরুত্বই দিতে চাইছে না। এদিকে আবার বৃষ্টির সময় জলপাইগুড়ির ২৫টি ওয়ার্ডের মধ্যে ২০টিতেই জল জমে যায়। আমরা কেন গুরুত্ব পাব না? মুখ্যমন্ত্রীকে সমস্যার সমাধান করতে হবে’। প্রথমবার অভিযোগ জানানোতে তৎপরতার সঙ্গে কাজ হওয়ায় রাজেন বাবু আশাবাদী হয়ে আছেন, এই অভিযোগের সমাধানের উদ্দেশ্যে।

তবে এবিষয়ে আবার তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী জানিয়েছেন, সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে পার্টি অফিস। এখানে সে যে কেউ নিজের অভাব-অভিযোগ জানাতে পারেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর