চন্দ্রযান-৩’এর সাফল্য মানতে নারাজ! চিনা গবেষকের দাবি ঘিরে শোরগোল, কী বক্তব্য জিনপিংয়ের দেশের?

বাংলাহান্ট ডেস্ক : চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান ৩। তারপর থেকেই সারাবিশ্বেই চর্চা শুরু হয়ে গিয়েছে। ভারতের এই দুর্দান্ত পদক্ষেপকে বিশ্বের বহু দেশ ধন্য ধন্য করলেও চিন হিংসায় জ্বলে পুড়ে মরছে। আর তাই এবার ভারতের চন্দ্রযান-৩ নিয়ে বিস্ফোরক দাবি করল শি জিনপিংয়ের দেশ। বুধবার চিনের প্রথম মুন মিশনের প্রধান বিজ্ঞানী জিয়ুয়ান বিষয়টি নিয়ে ব্যাখা দেন।

তিনি বলেন, ‘চাঁদের দক্ষিণ মেরুতে ভারতই প্রথম মহাকাশযান নামিয়েছে, এ কথা বলা ভুল। দক্ষিণ গোলার্ধ না দক্ষিণ মেরু? সেটা স্পষ্ট নয়।’ পাশাপাশি তার আরোও সংযোজন, ‘ভারতের চন্দ্রযান-৩ রোভার চাঁদের দক্ষিণ অক্ষাংশের ৬৯ ডিগ্রিতে অবতরণ করে। কিন্তু, চাঁদের দক্ষিণীমেরু ৮৮.৫ এবং ৯০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে।’

   

আরোও পড়ুন : কলকাতার একাধিক স্কুল জায়গা পেল ভারত সেরার তালিকায়! দেখুন কোন বিদ্যালয় কত নম্বরে

চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের সদস্য আরও একধাপ এগিয়ে বলেন, ‘ভারতের চন্দ্রযান-৩ না তো চাঁদের দক্ষিণ গোলার্ধে নেমেছে আর না দক্ষিণ মেরুতে। এমনকী আর্কটিকমেরুের কাছেও অবতরণ করতে পারেনি সেটি।’ সে দেশের মুন মিশন প্রোগ্রামের সংস্থাপক বলেন, ‘চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করেনি। ভারতের দাবি সম্পূর্ণ সঠিক নয়।’

Why is Chandrayaan's lander named "Vikram"

মহাকাশ গবেষক তথা এচকেউয়ের প্রয়োগশালার নির্দেশক কেন্টিন পার্কার বলেন, ‘ভারতের চন্দ্রযান-৩ কোথায় অবতরণ করেছে, তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই। কিন্তু, আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, ভারতের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারেনি। কিন্তু, ভারত যা করে দেখিয়েছে, তাও রেকর্ড। ভারতের এই সাফল্যে সেলিব্রেট করার মতোই।’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর