ইদ উপলক্ষে লকডাউনে ৩ দিন ছাড় দিল বাম শাসিত কেরল, বিজয়নের সমালোচনায় সরব বিজেপি

বাংলাহান্ট ডেস্কঃ বাম শাসিত কেরল (kerala) সরকারের এক সিদ্ধান্ত নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যে বামেরা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে দাবি করে, সেই বাম শাসিত রাজ্যেই কিনা ইদের কারণে শিথিল হল লকডাউনের বিধি নিষেধ! মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) এমন সিদ্ধান্তে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি শিবির।

বর্তমান সময়ে করোনা সংক্রমণের দিক থেকে কেরল বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছে। বাড়তে থাকা সংক্রমণের জেরে সেখানে জারী হয়েছে সাপ্তাহিক লকডাউনও। এমনকি কেরলে তৃতীয় ঢেউ আসার আশঙ্কায়, সরকারকে সতর্ক করেছে কেন্দ্র। তবে এরই মধ্যে ইদ উপলক্ষ্যে লকডাউন শিথিল করার ঘোষণা করলেন কেরল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

বকরিদ উপলক্ষ্যে ১৮, ১৯ এবং ২০ শে জুলাই রাজ্যে লকডাউন শিথিল করা হচ্ছে- এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেইসঙ্গে আরও বলেছেন, সাপ্তাহিক লকডাউন যেমন চলছে, তেমনই চলবে। তবে ইদের কারণে শুধুমাত্র রবিবার থেকে পরপর তিনদিন খোলা থাকবে দোকান বাজার। এমনকি ধর্মীয় স্থানগুলিতে একসঙ্গে ৪০ জন করে মানুষ গিয়ে প্রার্থনাও করতে পারবেন।

কেরল মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরবর্তীতে কেরল সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি শিবির। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন বলেন, ‘লকডাউনের বৈজ্ঞানিক পদ্ধতি মানছে না কেরল সরকার। বকরিদের কারণে টানা ৩ দিন লকডাউনে ছাড় দিয়ে দিল কেরল সরকার। কেরল সরকারকে বলব, মহামারীকে রাজনৈতিক সুবিধা হিসেবে ব্যবহার না করে, বৈজ্ঞানিক পদ্ধতি, আইসিএমআর এবং ভারত সরকারের গাইডলাইন মেনে চলুন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর