রাখি বন্ধন উপলক্ষে রামলালার কাছে যাবে মুসলিম মহিলাদের হাতের তৈরি রাখি , দেওয়া হবে প্রধানমন্ত্রীকেও

বাংলাহান্ট ডেস্কঃ ভাই বোনের সম্প্রতির মেলবন্ধন হল রাখি বন্ধন (Raksha Bandhan)। সব ধর্ম নির্বিশেষে বোন তাঁর ভাইয়ের হাতে রাখি পড়ায়। মিরাটের (Meerut) মুসলিম মহিলারা এবারে ঠিক করেছেন, রাখি বন্ধন উপলক্ষে তারা রামলালাকে তাঁদের হাতের তৈরি রাখি পাঠাবেন।

প্রস্তুত করা হয়েছে রাখি
আগামী ৫ ই অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মহিলারা শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে তাঁদের তৈরি রাখি নেওয়ার অনুরোধ করেছেন। শাহীন পারভেজ সহ অনেক মুসলিম মহিলারা এই রাখি প্রস্তুত করেছেন।

rakhi 3 1200x900 1

লেখা হয়েছে রাম নাম
মুসলিম জাতীয় ফোরাম মহিলা সেলের জাতীয় আহ্বায়ক শাহীন পারভেজের নেতৃত্বে, মিরাটের মুসলিম মহিলারা রামালালার জন্য রাখি প্রস্তুত করেছেন। তারা অত্যন্ত বিশ্বাস ও ভালবাসায় এই রাখি প্রস্তুত করেছেন। রাখিগুলিতে আবার রাম নামও লিখে দিয়েছেন।

01 1534913259

রাখি তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর জন্যও
এই মহিলারা জানিয়েছেন, প্রায় ৫০০ বছর পর এই রাম মন্দির নির্মানের কাজ করা হচ্ছে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অফিসার এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্যও অনেক যত্ন নিয়ে রাখি বানিয়েছেন। শাহীন পারভেজ জানিয়েছেন, এই রাখিগুলি ডাক বিভাগের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর