বৈঠক মিটতে না মিটতেই অজিত পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ উদ্ধবের! মহারাষ্ট্রের অবস্থা নিয়ে চর্চা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী শিবিরগুলির মহাবৈঠক ছিল গত মঙ্গলবার। বুধবার বেঙ্গালুরু থেকে ফিরে গিয়ে শিব সেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে বিজেপি শরিক অজিত পাওয়ারের সাথে দেখা করলেন। তবে কি মহারাষ্ট্রে তৈরি হতে চলেছে নতুন রাজনৈতিক সমীকরণ? এখন এটাই লাখ টাকার প্রশ্ন সবার কাছে।

মহারাষ্ট্রের (Maharashtra) বিধানসভা বৈঠক সম্প্রতি আরম্ভ হয়েছে। একই সাথে বিধান পরিষদের বৈঠকও চলছে। বুধবার বিধানসভা চত্বরেই দেখা হয় উদ্ধব ও অজিতের। বিধানসভার সদস্য অজিত পাওয়ার। উদ্ধব ঠাকরে বিধান পরিষদের সদস্য। বিধায়কের সাথে ছিলেন উদ্ধব পুত্র আদিত্য ঠাকরেও। অপরদিকে অজিত পাওয়ার এর আগে পরপর দুদিন দেখা করতে যান শরদ পাওয়ারের সাথে।

সূত্রের খবর অজিত শরদ পাওয়ারকে নিশ্চিত করতে বলেন যাতে এনসিপি না ভাঙ্গে। সেই আলোচনার পর শরদ পাওয়ার কী সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়ে অবশ্য কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই আবহে মঙ্গলবারের বিরোধী দলগুলির বৈঠক থেকে ফিরে এভাবে অজিত পাওয়ের সাথে উদ্ধবের সাক্ষাতের পর অনেকের প্রশ্ন, মহারাষ্ট্রের রাজনীতিতে হচ্ছেটা কী!

cats as 2

উদ্ধব (Uddhav Thackeray) অবশ্য জানিয়েছেন, অজিতের সাথে এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বক্তব্য, একটা সময় তিনি কাজ করেছেন অজিত পাওয়ারের সাথে। সেই সুবাদে কথা হয়েছে সামান্য। উদ্ধবের কথায়, “আমি অজিতকে বলেছি, তোমার হাতেই চাবি আছে। মানুষের জন্য কাজ করো।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর