বাবা টিকিট পেয়েছে, ছেলে পায়নি! পদত্যাগের পথে তৃণমূলের জেলা সভাপতি পুত্র

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে তৃণমূলের। প্রার্থী তালিকায় নতুনদের জায়গা করে দেওয়ার সাথে সাথে পুরনো বিধায়ক, মন্ত্রীদের সরিয়ে দেওয়া হয়েছে। আর পুরনোদের প্রার্থী না করায় ক্ষোভ দেখা গিয়েছে সর্বত্র। তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত আরাবুল ইসলামকে টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। এমনকি ওনার বিরুদ্ধে ওনার দলীয় কার্যালয়ে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

আরেকদিকে, তৃণমূলের দাপুটে নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সোনালী গুহও টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকি তিনি এও বলেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবুদ্ধি হোক। বীরভূমের নলহাটির তৃণমূল বিধায়ক মইনুদ্দিন সামস বলেছেন, আমি টুপি পরা মুসলিম বলে বালি-পাথর মাফিয়াদের সঙ্গে আপোষ করে নিইনি। আর সেই কারণে আমাকে প্রার্থী করেনি। এমনকি মইনুদ্দিনবাবু টিকিট না পাওয়ায় দলও ছেড়ে দিয়েছেন।

এছাড়াও যারা তৃণমূলের টিকিট পাননি গতকাল থেকে তাঁরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে বলে খবর। এমনকি বিজেপির নেতা তথা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের বাড়িতেও গিয়েছেন অনেক তৃণমূল নেতা। আর এরমধ্যেই আরও এক তৃণমূল নেতার বিক্ষোভের সুর ভেসে আসছে রাজ্য রাজনীতিতে।

তৃণমূলের ওই নেতার বিক্ষোভের কারণ একই। তিনিও টিকিট পাননি। যদিও ওনার বাবার জেলা সভাপতি হওয়ার সুবাদে টিকিট পেয়েছেন। পূর্ব মেদিনীপুরের তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি টিকিট না পেয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, ‘মজা করে বন্ধুরা বলত পয়সা না থাকলে রাজনীতি করতে যাস না, আজ পারফরম্যান্সকে হার মানতে হল পয়সার কাছে ৷ আজ বুঝলাম পারফরম্যান্সের কোনও দাম নেই এই যুগে ৷”

10889105 fb suprakash

ওনার এই ফেসবুক পোস্টের পর রাজ্য রাজনীতিতে জল্পনার সৃষ্টি হয়েছে। ওনার ঘনিষ্ঠ মহল থেকে ইঙ্গিত মিলেছে যে, তিনি খুব শীঘ্রই কাঁথি পুরসভার প্রশাসক মণ্ডলীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন। জানিয়ে রাখি, সুপ্রকাশ গিরি হলে পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি অখিল গিরির ছেলে। অখিলবাবু এবারের নির্বাচনে টিকিট পেয়েছেন। কিন্তু সুপ্রকাশবাবু পাননি। অখিল গিরি রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন।

suprakash giri

প্রাপ্ত খবর অনুযায়ী, সুপ্রকাশ গিরি তৃণমূল ছাড়ছেন। আর ওনার সঙ্গে আরও কয়েকজন নেতাও তৃণমূল ছাড়তে পারেন। বলে রাখি, পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত গিরি পরিবার। আর নির্বাচনের আগে গিরি পরিবারে ভাঙন কার্যত শুভেন্দু অধিকারীর রাস্তা মসৃণ করতে চলেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর