‘এক দেশ এক পরিচয়পত্র” শুরু করতে চলেছে মোদী সরকার, স্পষ্ট ইঙ্গিত দিলেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ২০২১ এ হওয়া জনগণনার সময় ‘এক দেশ, এক পরিচয় পত্র” (One Nation One Id) এর প্রস্তাব দিলেন। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সোমবার ২০২১ এ হওয়া দেশের ১৬ তম জন্মগণনা নিয়ে কথা বলার সময় এই প্রস্তাব দেন। স্বরাষ্ট্র মন্ত্রী মাল্টি পেপার্স পরিচয় পত্রের প্রস্তাব দেন, যেটা পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর পাসবুক আর ড্রাইভিং লাইসেন্স এর কাজ করবে।

3 3

অমিত শাহ বলেন, ১৮৬৫ সালে দেশের সর্ব প্রথম জন গণনা করা হয়েছিল। আর তখন থেকে এখন পর্যন্ত মাত্র ১৬ বারই দেশে পুনরায় জন গণনা হয়েছে। এবার এত বছর পর, অনেক বদল আর অনেক উন্নত প্রযুক্তি ব্যাবহারের পর এবার জন গণনা ডিজিটাল হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্র সরকার শুধু জন গণনার উপরেই জোর দিচ্ছেনা। কেন্দ্রের মোদী সরকার জন্ম নিয়ন্ত্রণ নিয়েও ভাবছে।

৭৩ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল্ল কেল্লার প্রাচীর থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় দেশে জন্ম নিয়ন্ত্রণ এবং জন সংখ্যা বৃদ্ধি নিয়ে কথা বলেন। তিনি ওই দিনের ভাষণ থেকে ইঙ্গিত দিয়েছিলেন যে, দেশে তিন তালাক, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর, এবার জন্ম নিয়ন্ত্রণ বিল আনতে পারে মোদী সরকার।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর