আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিদ্যালয়ের দেওয়াল, মালদহে মৃত্যু এক স্কুল পড়ুয়ার

বাংলাহান্ট ডেস্ক : সরকারি বিদ্যালয়ের শৌচাগারের প্রাচীর ভেঙে পড়ে একজন ছাত্র মারা গিয়েছে। মালদহের মোথাবাড়ি এলাকার বাঙ্গিটোলা হাইস্কুলের এই ঘটনা জুড়ে ওই অঞ্চলে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, মৃত ছাত্রটি ওই বিদ্যালয়ের একাদশ শ্রেণিতে পড়ত।

সেদিনের এই দুর্ঘটনায় জিসান শেখ ও জিসান মোমিন নামে একাদশ শ্রেণীর দুই ছাত্র গুরুতর ভাবে আঘাত পায় বলেই জানা যায়। দুজনেরই বয়স ১৭ বছর। তাদের একজনের বাড়ি বাঙ্গিটোলার মাঠ এলাকায় ও অপরজনের বাড়ি জোতঅনন্তপুর অঞ্চলে।

সূত্রের খবর, এই ঘটনার পর তাদের বিদ্যালয়ের সঙ্গী সাথীরাই উদ্ধার করে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় বাঙ্গিটোলার স্থানীয় হাসপাতালে। কিন্তু সেখানে তাদের দুজনেরই শারীরিক অবস্থা খারাপ হতে থাকায় সেইদিনই বিকেল ৪টে নাগাদ ডাক্তার তাদেরকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন।

দুর্ভাগ্যবশত এর পরেই মালদাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে জিসান শেখকে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে সেখানকার চিকিৎসকরা। এবং মৃত্যুর মুখে দাঁড়িয়ে তাঁরই বন্ধু জিসান মোমিন। এদিকে, তার মৃত্যুর খবর পেয়েই মেডিকেল কলেজে দৌড়ে আসেন তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। কিন্তু গ্রামের লোক সকল শিক্ষক শিক্ষিকাদের ওপর ক্ষোভে ফেটে পড়েন।

mi2p3td8 death

মৃত ছাত্রের পরিবারের দাবি শিক্ষক শিক্ষিকাদের গাফিলতির কারণেই আজ প্রাণ গেলো তাঁদের বাড়ির ছেলের এবং মৃত্যুর সাথে লড়াই করছেন অন্য একজন। বিদ্যালয়ের শিক্ষকদের উদাসীনতার জন্যই আজ এতো বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেলো এবং এর কোনো ক্ষমা নেই বলেও তারা উল্লেখ করেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর