কম দামে দুর্দান্ত ফোন লঞ্চ করলো Oppo, ফিচার ও লুক দেখে চমকে যাচ্ছে সকলেই

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন (Smartphone) ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। মূলত, যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা। এদিকে, যুগের সাথে তাল মিলিয়ে এবং ক্রমবর্ধমান চাহিদার ওপর ভর করে স্বল্পদামেই দুর্দান্ত সব স্মার্টফোন লঞ্চ করছে মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি স্মার্টফোনের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি ইতিমধ্যেই তরুণ-তরুণীদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি, ফোনটির একাধিক ফিচার্স এবং দুর্দান্ত ক্যামেরা সেটআপ স্মার্টফোনটিকে অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই এগিয়ে রেখেছে।

Oppo A58 5G স্মার্টফোন: মূলত, আজ আমরা Oppo A58 5G-র বিষয়ে আপনাদের জানাবো। ফোনটিকে গত ৮ অক্টোবর ২০২২-এ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়। এমতাবস্থায়, Oppo-এর এই 5G স্মার্টফোনটি স্পেসিফিকেশনের ক্ষেত্রে অন্যান্য ব্র্যান্ডের মোবাইলের সাথে কড়া টক্কর দিচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, কোম্পানি এই ফোনের সাথে একটি ইয়ারফোন (Wired Earphones) বিনামূল্যে দিচ্ছে। এদিকে, 8 জিবি RAM এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনটিকে একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যদিও, কোম্পানি এক্ষেত্রে ফোনটির তিনটি রঙের অপশন উপলব্ধ করেছে।

Oppo A58 5G-এর স্পেসিফিকেশন: এই স্মার্টফোনটিতে কোম্পানি 1612×720 পিক্সেল রেজোলিউশন সহ 6.56 ইঞ্চির এলসিডি প্যানেল দিচ্ছে। এই ডিসপ্লেটি 90Hz-এর রিফ্রেশ রেট এবং 600 nits-এর পিক লেভেল ব্রাইটনেসের সাথে উপলব্ধ থাকে। উল্লেখ্য যে, Oppo A58 5G-তে একটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন দেখতে পাওয়া যায়। ব্যাক ফিনিশযুক্ত এই ফোনে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ দু’টি ক্যামেরা পাওয়া যাবে।

এদিকে, এই ফোনে রয়েছে 5000mAh-এর ব্যাটারি। পাশাপাশি, Oppo A58 5G স্মার্টফোনটি 33W-এর সুপার VOOC ফাস্ট চার্জিংও সাপোর্ট করে। পাশাপাশি ফোনটি 8 GB LPPDDRx RAM এবং 256 GB স্টোরেজ দিয়ে সজ্জিত রয়েছে। কোম্পানির তরফে ফোনটিতে MediaTek Dimensity 700 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে ColorOS 12.1 বুট করে।

50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা: Oppo A58 5G ফোনে একটি 50-মেগাপিক্সেলের (f/1.8) প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে একটি 2 মেগাপিক্সেলের (f/2.4) ডেপথ সেন্সরও রয়েছে। সেলফির জন্য, এই ফোনের সামনে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের (f/2.0) ক্যামেরা।

hp oppo a58 5g miliki supervooc 33w cek spesifikasi lengkap (1)

কানেক্টিভিটি: এই দুর্দান্ত স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য ডুয়েল সিম, 5G, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3, GNSS এবং USB টাইপ-সি-এর মতো বৈশিষ্ট্যগুলি উপলব্ধ রয়েছে। এছাড়াও, ফোনটিতে একটি 3.5 মিমির হেডফোন জ্যাক, একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে। পাশাপাশি, রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সরের সুবিধাও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর