IPL 2022-এ নজর কেড়েছেন একাধিক যুবা প্রতিভা, ভবিষ্যতে এই ৩ জনকে দেখা যেতে পারে ভারতীয় দলে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি আইপিএল ২০২২ টুর্নামেন্টটি অন্যান্যবারের আইপিএলের থেকে বেশ অন্যরকম। বেশ কিছু নতুন ব্যাপার দেখা যাচ্ছে চলতি আইপিএলে। প্রথমত দীর্ঘদিন পরে সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো এই প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্স করা ক্রিকেটারদের ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি-র মতো তারকারাও আর অধিনায়ক হিসেবে খেলছেন না। সেই সঙ্গে দেখা গিয়েছে নামজাদা তারকা বা খ্যাতনামা ক্রিকেটারদের চেয়ে তরুণ, স্বল্পপরিচিত তারকারা এই মরশুমে নিজেদের জাত চেনাচ্ছেন। একাধিক তরুণ তারকা এই আইপিএলে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলেছেন যারা ভবিষ্যতে ভারতীয় দলে কোহলি কিংবা রোহিতের জায়গা নিতে পারেন। চলতি আইপিএলের এমনই তিন ধারাবাহিক তরুণ তারকাকে নিয়ে এই প্রতিবেদনটি লেখা হলো যারা ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছেন।

আয়ুশ বাদোনি:

ayush badoni

ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে স্মরণীয় কিছু পারফরম্যান্স করার পর আচমকাই সময় খারাপ চলতে শুরু করে। ঘরোয়া ক্রিকেটে দিল্লির নির্বাচকরা তাকে অগ্রাহ্য করেন। টানা তিন বছর আইপিএলে দল পাননি তিনি। গত মেগা নিলামে দলের সংখ্যা বাড়ার পর লখনউ সুপার জায়ান্ট তাকে দলে নির্বাচন করে। প্রথম ম্যাচে নামার সুযোগ পেয়েই অর্ধশতরান করেন তিনি। ২২ বছর বয়সী তারকা লোয়ার অর্ডারে নিয়মিত কিছু ক্যামিও খেলছেন। মাঠের ৩৬০° কোণে শট খেলার ক্ষমতা রাখেন এই তরুণ ক্রিকেটার। চলতি আইপিএলে তার স্ট্রাইক রেট ১৪১.১৭। তার টেম্পরামেন্ট যদি তিনি ধরে রাখতে পারেন তবে ভবিষ্যতে ভারতীয় দলের তারকা হয়ে উঠতে পারবেন তিনি।

উমরান মালিক:

umran malik 2

গত আইপিএলের আবিষ্কার হলেও চলতি আইপিএলে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন জম্বু কাশ্মীরে গতিদানব। নিয়মিত ঘন্টায় ১৫০ কিমি-র বেশি গতিবেগে বোলিং করছেন উমরান। চলতি আইপিএলে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। নিজের লাইন লেংথেও এনেছেন কন্ট্রোল। ভবিষ্যতে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারেন এই ২২ বছর বয়সী পেসার।

তিলক ভার্মা:

tilak varma 1

মুম্বাই বাজে পারফরম্যান্স করলেও তরুণ ব্যাটার তিলক ভার্মা মিডল অর্ডারে নজর কেড়েছেন। কালকেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন এই তারকা। চলতি আইপিএলে ৮ ম্যাচে ২২৪ রান করেছেন এই তারকা। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে ইনিংস ধরে রাখতেও সক্ষম এই তারকা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর