এই নাকি বাঙালি, ছি ছি! আর বাংলায় জন্মগ্রহণ করতে চাই না, বললেন পি সি সরকার জুনিয়র

বাংলাহান্ট ডেস্ক: এসএসএসি দু্র্নীতি (SSC Scam) কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার, পার্থ গ্রেফতারি, একের পর এক কাণ্ড গোটা দেশের সামনে বাংলার মুখ নীচু হয়ে গিয়েছে। এই কথাই এবার শোনা গেল জাদুসম্রাট পি সি সরকার জুনিয়রের (PC Sorcar Junior) মুখে। বাংলায় আর জন্মগ্রহণ করতে চান না তিনি।

বুধবার বারাসত আদালতে গিয়েছিলেন পি সি সরকার জুনিয়র। ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে হওয়া একটি মিথ্যে মামলার চার্জশিটের কপি আনতে গিয়েছিলেন তিনি। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয় জাদুসম্রাটকে। রীতিমতো হতাশা, ক্ষোভ উগরে দিয়েছেন পি সি সরকার জুনিয়র।

p c sorcar

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, তিনি রীতিমতো লজ্জিত। মুখ লুকিয়ে রাখছেন। বাংলার বাইরে কোথাও যাচ্ছেন না। এই অবস্থা বাঙালির! যে চেয়ারে সুভাষচন্দ্র বসু বসেছেন, চিত্তরঞ্জন বোস বসেছেন, ক্ষুদীরাম ফাঁসিতে ঝুলেছেন, বিনয় বাদল দীনেশ শহিদ হয়েছেন এদের জন্য? ছিছিক্কার করে জাদুসম্রাট বলেন, ওই মহান মানুষদের নাম ভাঙিয়ে তাঁদের অপমান করা হচ্ছে। বাঙালির রক্তকে অপমান করা হচ্ছে।

পি সি সরকার জুনিয়র স্পষ্ট বলেন, এই ধরণের মানুষরা যদি থাকেন তবে এই দেশে তিনি আর জন্ম নিতে চান না। বরং তিনি ঈশ্বরকে বলবেন, আর যা কিছু শাস্তি তিনি মাথা পেতে নেবেন। কিন্তু এই বাংলায় আর জন্ম নিতে চান না তিনি।

জাদুসম্রাট নিজেও রাজনীতিতে পা রেখেছিলেন। কিন্তু এই মঞ্চে তাঁর ইন্দ্রজাল বিস্তার করতে পারেননি। ২০১৪ তে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কাছে পরাজিত হন তিনি। তারপর আর রাজনীতিতে আসেননি পি সি সরকার জুনিয়র। তিনি বলেন, মানুষ তাঁকে চায়নি। তাঁর থেকে ভাল প্রার্থী পেয়ে গিয়েছেন। তিনি নিজেই ভুক্তভোগী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর