বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তানের একটা বড় অংশের ক্রিকেটপ্রেমীরা বিশ্বাস করেন যে বাবর আজম (Babar Azam), বিরাট কোহলির (Virat Kohli) চেয়ে একজন ক্রিকেটার হিসেবে অনেক এগিয়ে। তারা মনে করেন পরবর্তীতে বর্তমান পাক অধিনায়ক, প্রাক্তন ভারতীয় অধিনায়কের যাবতীয় রেকর্ড ভেঙে দেবেন। সেই সম্ভাবনা ভবিষ্যতে সত্যি হয়ে উঠবে কিনা সেটা উত্তর পরবর্তীতে পাওয়া যাবে। কিন্তু আপাতত পাকিস্তানের এক কিংবদন্তি ক্রিকেটারই বিরাট কোহলিকে এগিয়ে রাখবেন বাবর আজমের থেকে।
এখানে বলা হচ্ছে মহম্মদ আমিরের কথা। বাঁ-হাতি পাক ফাস্ট বোলার নিজের কেরিয়ারে একবার ম্যাচ গড়াপেটা কান্ডের সঙ্গে জড়িয়ে বেশ কিছু বছর নির্বাসিত ছিলেন। ছায়া থেকে বেরিয়ে সে পরবর্তীতে তিনি আবার পাকিস্তানের হয়ে খেলেছেন এবং সাফল্যও পেয়েছেন। তিনি সম্প্রতি জানিয়েছেন যে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের রাজা একজনই, সেটা হলেন বিরাট কোহলি।
গতকাল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে নিজের ষষ্ঠ আইপিএল শতরানটি পেয়েছেন বিরাট কোহলি। ৬৩ বলে ১০০ রান করে নিজের দলকে ম্যাচ জিতিয়েছেন। কাল তার ব্যাটিং দেখে গোটা ক্রিকেট বিশ্বের পাশাপাশি আমিরও একইরকম ভাবে মুগ্ধ হয়েছেন।
এরপরই তিনি টুইটারে এসে পোস্ট করেন বিরাট কোহলিকে নিয়ে। আমির লেখেন, “কি অসাধারণ একটা ইনিংস বিশ্ব ক্রিকেটের এক এবং একমাত্র রাজা বিরাট কোহলি খেললেন। আমার অভিবাদন জানবেন।” তার এই মন্তব্য দেখে অবশ্য পাক ক্রিকেটপ্রেমীরা কিছুটা ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি পাকিস্তানের হয়েও তিনি বাবর আজমকে বিশ্বের সেরা ব্যাটার মনে করেন না!
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি এবং মহম্মদ আমির খুব বেশি বার একে অপরের মুখোমুখি হননি। টি-টোয়েন্টি ফরম্যাটে ২০১৬ সালে দুই বার আমির এবং কোহলি মুখোমুখি হন যথাক্রমে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুই ক্ষেত্রেই আমির ভালো বোলিং করলেও অসাধারণ ব্যাটিং করে বিরাট কোহলি ভারতকে জয় এনে দেন। কিন্তু ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মহম্মদ আমির, বিরাট কোহলি সহ ভারতের পুরো টপ অর্ডারকে ধ্বংস করে পাকিস্তানকে ট্রফি জিততে সাহায্য করেছিলেন।