চীনের সাথে উত্তেজনার মাঝে Loc-তে গতিবিধি বাড়াল পাকিস্তান! আরও বড়সড় কিছু ঘটার আশঙ্কা!

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে ভারত (India) বাস্তবিক নিয়ন্ত্রণ রেখা (LAC) তে চীনের (China) বিরুদ্ধে লড়ছে, আরেকদিকে পাকিস্তান (Pakistan) সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (LOC)তে নিজেদের গতিবিধি বাড়িয়ে দিয়েছে পাক সেনা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, LOC এর পাশে পাক সেনা গতিবিধ সক্রিয় করেছে। সীমান্তে গাড়ির যাতায়াত বেড়েছে।

পুঞ্ছ জেল্র নিয়ন্ত্রণ রেখার পাশে দুদিন থেকে পাক সেনা গতিবিধি অনেক বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানি সেনার গাড়ির কনভয় আসছে সীমান্তের পাশে। এমনকি রাতের অন্ধকারে গাড়ি গুলো হেডলাইট বন্ধ করে এগিয়ে যাচ্ছে। সুত্র থেকে জানা যায় যে, চীনের সাথে গালওয়ান উপত্যকায় হওয়া খুনি সংঘর্ষের পর আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের কুকীর্তি আরও বাড়তে পারে।

চীনের ইশারাউ পাকিস্তান বড়সড় কোনকিছু করতে পারে। আগামী দিনে নিয়ন্ত্রণ রেখায় হামলার চেষ্টাও বাড়াতে পারে ওঁরা। এরজন্য পাক সেনা বেশ কিছুদিন ধরে সৈন্য গতিবিধি বাড়াচ্ছে। যদিও নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন আমাদের ভারতীয় জওয়ানরা যেকোন রকম পরিস্থিতির সাথে মোকাবিলার জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর