ছেলের সামনে পাকিস্তানের অধিনায়ক কে ” শুওরের মতন মোটা “বলে চরম অপমান পাক সমর্থকের

 

বাংলা হান্ট ডেস্ক: খেলায় হার জিত থাকবেই,তবে সেটা মেনে নিতে অসুবিধা হলে অনেক সময় অদ্ভুত কিছু সব কাণ্ড-কারখানা হয়। তেমনই কিছু হলো পাকিস্তানের অধিনায়কের সাথে।ইংল্যান্ডের বুকে চরম অপমানিত হতে হল তাকে, তাও আবার এক পাকিস্তানি সমর্থক এর কাছে। ঘটনার নিন্দায় ফেটে পড়েছে ক্রিকেট বিশ্বের একাধিক তারকা। সবার বক্তব্য, এমন কোনও অধিনায়ক নেই যিনি কিনা কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ হারেননি। তার জন্য কোনও অধিনায়ককে এমন হেনস্তার শিকার হতে হবে! ভারতের কাছে হারে অপমানিত হয়ে পাকিস্তানি সমর্থকরা যেন বদলা নিতে চাইছে সরফরাজের কাছে।

25db7 img 20190622 wa0006

বিশ্বকাপে ভারতের কাছে হারের পর নিজেদের দেশের মানুষের কাছ থেকে প্রবল সমালোচনা হজম শুনতে হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের। বিশেষ করে অধিনায়ক সরফরাজ আহমেদের ফিটনেস নিয়ে ও উঠেছে নানা কথা। এরই মাঝে লন্ডনের এক মল-এ পরিবারের সঙ্গে গিয়েছিলেন সরফরাজ। সেখানে হাজির এক পাকিস্তানি সমর্থক সরফরাজকে আসতে দেখে মোবাইল-এর ক্যামেরা অন করে নেন। তার পর সরফরাজ কাছে আসতেই তাঁর উদ্দেশে বলেন, ”ভাই আপনি শুয়োরের মতো মোটা কেন! আপনি তো পাকিস্তানের নাম উজ্জ্বল করেছেন।” সেই সময় সরফরাজের কোলে ছিল তাঁর ছেলে। তা সত্ত্বেও ছাড় দিলেন না সেই সমর্থক। তিনি রীতিমতো সরফরাজকে মল এর মধ্যে তাড়া করে অপমানিত করলেন।

 

ভিডিয়োতে দেখা গিয়েছে, এত কিছুর পরও সেই সমর্থকের প্রতি কোনও প্রতিক্রিয়া জাহির না করে সেই সমর্থককে উপেক্ষা করে ছেলেকে কোলে নিয়ে সেই জায়গা থেকে চলে গিয়েছিলেন পাক অধিনায়ক। এমন ঘটনার পর ভারত ও পাকিস্তান, দুই দেশের সমর্থকরাই নিন্দায় সরব হয়েছেন। চাপের মুখে সেই সমর্থক আরও একটি ভিডিয়ো পোস্ট করে সরফরাজের কাছে ক্ষমা চেয়েছেন। বলেছেন,সেই ভিডিও তে তিনি বলেছেন ”আমি বুঝতে পারিনি ব্যাপারটা এতদূর গড়িয়ে যাবে। আমিও একজন পাকিস্তানি। আমি জানি এই মুহূর্তে আপনারা সবাই আমার উপর প্রচণ্ড রেগে রয়েছেন। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি গোটা দেশ ও সরফরাজের কাছে ক্ষমাপ্রার্থী।” সেই সমর্থক দাবি করেছেন, তিনি ভিডিয়ো করার পর সরফরাজ তাঁর দিকে তেড়ে আসেন। তার পরই তিনি ভিডিয়ো ডিলিট করে দেন। তার পরও কী করে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সে সম্পর্কে তিনি কিছুই বুঝতে পারছেন না।

যা ই হোক একজন অধীনায়কের এহেন অপমানে সরব হয়েছে বিশ্ব ক্রিকেটের একাধিক তারকা।

সম্পর্কিত খবর