আবার চিটিংয়ের চেষ্টা, গোটা বিশ্বের সামনে ফের নিজেদেরকে হাসির পাত্র বানালো পাকিস্তান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দল যখন মাঠে নামে তখন ক্রিকেটপ্রেমীদের নজর সেদিকে থাকে দুটি কারণে। প্রথমত কিছু ভালো ক্রিকেটীয় ঘটনা দেখার কারণে। কারণ পাকিস্তান ক্রিকেটে প্রতিভার অভাব নেই। দ্বিতীয়ত হাস্যকর কিছু ঘটনা উপভোগ করার জন্য। বছরের পর বছর ধরে পাকিস্তানের ক্রিকেটাররা ধারাবাহিকভাবে সম্ভবত নিজেদের অজান্তেই এমন কিছু কর্মকান্ড করে বসেন যা হাসির খোরাক জোগায় ক্রিকেট ভক্তদের।

এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজ খেলছে পাকিস্তান। তারই মধ্যে আজ পাকিস্তান ক্রিকেট একটি অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হয়, যখন আম্পায়াররা ৩০ গজের বৃত্তের সঠিক বৃত্ত তৈরি করতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচটি কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়। রাওয়ালপিন্ডিতে খেলা ম্যাচটি প্রথম ওভারের পরে কিছুক্ষণ বন্ধ ছিল যখন আম্পায়ার আলীম দার নিজে মাঠের গ্রাউন্ড স্টাফদের বৃত্তের পরিমাপ ঠিক করার নির্দেশ দিয়েছিল।

গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমী কমেন্ট করেছেন যে একটা মাঠের মধ্যে প্রয়োজনীয় বৃত্তের পরিমাপ ঠিকঠাক করতে পারে না, আবার এদের কাশ্মীর দরকার। কিছু পাকিস্তানি ভক্ত এই গোটা ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছেন এবং লজ্জা পেয়েছেন।

এর আগে এই সিরিজের প্রথম ম্যাচে ফকর জামানের শতরানে ভর করে দুর্দান্ত জয় পেয়েছিল পাকিস্তান। এই প্রতিবেদনটির লেখার সময় নিউজিল্যান্ড প্রথম ইনিংসের ব্যাট করে চলেছে এবং দুর্দান্ত ব্যাটিং করে ৩৮ ওভারে মাত্র দুই উইকেট খুঁইয়ে তারা ২২২ রান তুলেছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর