৭ বছর পর ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল! বাবর আজমরা মাটি ছুঁতেই ম্যাচ হারলো রোহিতের ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) আজ রাজকোটে সিরিজের শেষ এবং নিয়মরক্ষার ম্যাচটি খেলতে নেমেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়াকে সিরিজে তিনটি ম্যাচেই হারানোর লক্ষ্য নিয়ে আজ দলে ফিরেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজন ভালো পারফরম্যান্স করলেও অজিদের কাছে ৬৭ রানের ব্যবধানে হাঁটতে হলো ভারতকে। আর সেই হার যখন মোটামুটি নিশ্চিত হয়ে এসেছে তার কিছুক্ষণ আগেই বিশ্বকাপ (2023 ODI World Cup) খেলার উদ্দেশ্যে ভারতের মাটি স্পর্শ করে পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) বিমান।

pak team

পাকিস্তান ক্রিকেট দল শেষবার ভারতের মাটিতে পা রেখেছিল আজ থেকে ঠিক সাত বছর আগে। ২০১৬ সালে ভারতের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। তারপর ভারতের মাটিতে আর কোন আইসিসি টুর্নামেন্ট বা এশিয়া কাপ আয়োজিত হয়নি। আর যেহেতু ভারত পাকিস্তান দীর্ঘদিন ধরেই কোন দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করে না তাই পাকিস্তানের ও ভারতের মাটিতে আসার প্রশ্ন ওঠেনি।

শেষবার ভারতের মাটিতে পাকিস্তান কোন ওডিআই ম্যাচ খেলেছিল ২০১২ সালে। ওই বছরের একদম শেষ থেকে শেষবার ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হয়েছিল। ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজটির ড্র করলেও ওডিআই সিরিজে ভারতকে হারিয়ে ফিরেছিল পাকিস্তান। যদিও তারপর ওডিআই ফরম্যাটে ভারতের পাল্লাই বেশি ভারী ছিল।

আরও পড়ুন: ফের স্পিনের বিরুদ্ধে নড়বড়ে ভারতীয় ব্যাটিং! বিশ্বকাপের আগে দুর্বলতাগুলি দেখিয়ে দিলো অজিরা

ভারতের মাটিতে পা রেখেই ভারতের হারের এই সংবাদটি তারা পেয়ে গেছে। এই ঘটনা তাদের আত্মবিশ্বাস বাড়াবে কি না তা অবশ্য জানা নেই। কিন্তু ভারতে আসার আগেই পাকিস্তানের সংবাদমাধ্যমের সামনে একগাদা উত্তপ্ত মন্তব্য করে এসেছেন পাক অধিনায়ক বাবর আজম। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে হারাতে চান তারা। টপ ফোর ফিনিশের পাশাপাশি বিশ্বকাপ জয়ও যে তাদের লক্ষ্য সেটাও স্পষ্ট করে দিয়েছেন বাবর।

আরও পড়ুন: এমন হলে বিশ্বকাপ জয় কঠিন হয়ে যাবে! BCCI-কে সতর্ক করলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

এশিয়া কাপে পাকিস্তান দল একেবারেই ভালো ছন্দে ছিল না। তারপর তারা কোনও ওডিআই সিরিজ না খেলে সরাসরি ভারতে এসেছে। ভারতের মাটিতে তারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান আরম্ভ হবে বিশ্বকাপে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর