ভারতের সঙ্গে ৩টি যুদ্ধে চরম শিক্ষা পেয়েছে পাকিস্তান! ‘এবার শান্তি চাই’ বললেন পাক প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক দিন ধরেই যেন জ্ঞানপ্রাপ্ত হয়েছেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শহবাজ শরিফ (Shahbaz Sharif)। মাঝেমধ্যেই বলে ফেলছেন কিছু অপ্রিয় সত্য কথা। এদিন যেমন শরিফের কথায় উঠে এল ভারত প্রসঙ্গ। তিনি বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে ৩ টি যুদ্ধে লিপ্ত হয়েছে। এবং দুর্ভাগ্যজনক ভাবে ৩ টিতেই হেরেছে। ওই ৩ টি যুদ্ধে আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে।’ শরিফের এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনীতি মহলে।

কয়েকদিন আগেই শহবাজ শরিফ বলেন ‘পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। কিন্তু দেশে খাবার নেই, টাকাও নেই। বারবার অন্য রাষ্ট্রের থেকে ভিক্ষা চাইতে লজ্জা করে।’ পাকিস্তানের অর্থনৈতিক সংকটে শরিফ যে কতটা হতাশ তা তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট। এরপর তাঁর বক্তব্যে চিরশত্রু দেশ ভারতের সঙ্গে সম্পর্কের কথাও উঠে আসে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শরিফ বলেন, ‘১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তিনটি যুদ্ধ হয়েছে। তিনটিতেই হেরেছি আমরা। যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের। এবার শান্তি চাই। তবে কাশ্মীরে যা হচ্ছে তা বন্ধ হওয়া উচিত।’

pakistan 3

অদ্ভুত ভাবে কাশ্মীর ইস্যুতে ভারতকে আক্রমণ না করে আলোচনা করতে চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরিফ। এদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দেশে ইঞ্জিনিয়ার রয়েছে, ডাক্তার রয়েছে। তাঁদের আমরা দেশের কাজে লাগাতে চাই। আমরা এবার শান্তিতে থাকতে। এতে ভারত পাকিস্তান দু’দেশেরই ভালো হবে।

এদিন শহবাজ শরিফ আরও বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে ৩টি যুদ্ধ লড়েছে। সমস্ত যুদ্ধের পরই এসেছে দারিদ্র্য, বেকারত্ব, অনাহার। আমরা শিক্ষা পেয়ে গেছি। আর যুদ্ধ নয়, আমরা এবার শান্তি চাই।’ এরই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তিনি বার্তা দেন, পাকিস্তান আর যুদ্ধাস্ত্র তৈরিতে বা কিনতে টাকা খরচ করবে না। এই টাকা দেশের উন্নতিতে লাগাতে চান তিনি। এটই সঙ্গে শরিফের দাবি, ভারত – পাকিস্তান দুজনেই পরমাণু শক্তিধর রাষ্ট্র। যদি কোনও দিক যুদ্ধের পরিস্থিতি আসে তাহলে ধ্বংস হবে দু’দেশই। তাই এবার যুদ্ধ নয়, শান্তি চাই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর