নীতা আম্বানির এই পছন্দের গাড়িটির দাম জানেন? পাকিস্তানে ওই টাকায় কেনা যাবে বিলাসবহুল প্যালেস

বাংলা হান্ট ডেস্ক: মুকেশ আম্বানি (Mukesh Ambani)-কে চেনেন না এমন ভারতীয় রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। বর্তমানে দেশের শ্রেষ্ঠ ধনকুবেরের তকমা তাঁর কাছেই রয়েছে। পাশাপাশি, বিশ্বের বড় বড় সব ধনকুবেরদের সাথেও মোট সম্পদের পরিপ্রেক্ষিতে কড়া টক্কর হয় আম্বানির। এমতাবস্থায়, তিনি তাঁর একাধিক কর্মকাণ্ডের জন্য সবসময় খবরের শিরোনামে থাকেন। শুধু তাই নয়, বিপুল সম্পদের অধিকারী এই ধনকুবেরের জীবনযাপন যে অত্যন্ত রাজকীয় হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এমন পরিস্থিতিতে, আম্বানির বাড়ি-গাড়ি থেকে শুরু করে তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে জানতেও আগ্রহ প্রকাশ করেন সকলে। এমনিতেই, মুকেশ আম্বানির বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়া বিশ্বের অন্যতম দামি বাড়ি হিসেবে বিবেচিত হয়। এমনকি, তাঁর কাছে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়িও। যেগুলির মূল্য সম্পর্কে জানলে রীতিমতো চোখ কপালে উঠবে।

এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির পছন্দের একটি বিশেষ গাড়ির প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটি অবাক করে দেবে সবাইকেই। প্রসঙ্গত উল্লখ্য যে, নীতা আম্বানির বিলাসবহুল জীবনযাপনের বিষয়টি একাধিকবার উঠে এসেছে খবরের শিরোনামে। যা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, তিনি রীতিমতো রাজকীয় ভাবে থাকেন।

সেই রেশ বজায় রেখেই এবার জানা গিয়েছে নীতা আম্বানির ওই পছন্দের গাড়িটিতে রয়েছে বিরাট এক চমকও। তবে, এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে গাড়িটির তাহলে কি নাম? জানিয়ে রাখি যে, নীতা আম্বানির পছন্দের গাড়িটি হল Audi A9 Chameleon। এই বিশেষ গাড়িটির দাম এতটাই বেশি যে, সেটি আমাদের দেশের মাত্র কিছুজনই কিনতে পারেন।

কারণ, প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে যে Audi-র এই গাড়িটির দাম হল প্রায় ৯০ কোটি টাকা! হ্যাঁ, প্রথমে জেনে ভিরমি খেলেও এটা কিন্তু একদমই সত্যি। এদিকে, এই বিষয়টি যদি আমরা আমাদের পড়শি দেশ পাকিস্তানের প্রসঙ্গে বিচার করি সেক্ষেত্রে দেখা যাবে যে, বর্তমানে পাকিস্তানের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। এমনকি, অর্থ সংস্থানের জন্য চিনের কাছে বন্দর বিক্রি করতে হচ্ছে সেদেশের সরকারকে।

Palace can be bought in Pakistan for the price of Nita Ambani's car

এমতাবস্থায়, নীতা আম্বানির এই পছন্দের গাড়ির খরচে পাকিস্তানে যে সুন্দর একটি প্যালেস কেনা যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। এবারে আমরা আসি এই গাড়িটির চমকের প্রসঙ্গে। জানা গিয়েছে যে, এই গাড়িটি নাকি রীতিমতো গিরগিটির মতো রঙ বদল করতে পারে। আর সেই কারণেই এটি আকৃষ্ট করে সবাইকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর