পালঘরে সাধুদের পিটিয়ে হত্যা করা অভিযুক্তের মধ্যে পাওয়া গেল করোনাভাইরাস!

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের (Maharashtra) পালঘরে মব লিঞ্চিং (Palghar Lynching) মামলায় এক অভিযুক্তের মধ্যে করোনার পজেটিভ পাওয়া গেছে। সে কিছুদিন ধরে ওয়াডা থানায় বন্দি। অভিযুক্তকে প্রথমে পালঘর গ্রামীণ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল, আর এবার তাঁকে জেজে হাসপাতালের বন্দি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।

palghar 1

শোনা যাচ্ছে যে, ওই বন্দি লকআপেই করোনায় আক্রান্ত হয়েছে। তাঁর সাথে প্রায় ২০ জন অভিযুক্তকে একই সেলে বন্দি রাখা হয়েছে। শোনা যাচ্ছে যে, তাঁর সাথে বন্দি ২০ অভিযুক্ত আর ২৩ পুলিশকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আর এবার তাদের স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আপনাদের জানিয়ে দিই, পালঘরে ভিড় দ্বারা দুই সাধু সমেত তিনজনের হত্যার মামলা মহারাষ্ট্র পুলিশের অপরাধ দমন শাখা আরও পাঁচজনকে গ্রেফতার করেছে। এক আধিকারিক শুক্রবার এই কথা জানান। উনি জানান, এই পাঁচ ব্যাক্তি সমেত মোট ১১৫ জনকে পালঘর হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। যাঁদের মধ্যে দুজন নাবালকও আছে।

এই ঘটনা ১৬ এপ্রিল গড়চিঁচল গ্রামে ঘটেছিল। সেখানে দুই সাধু এক ড্রাইভারের সাথে একজনের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য মুম্বাই থেকে সুরাটে গাড়ি করে যাচ্ছিলেন। গ্রামবাসীরা তাদের গাড়ি দাঁড় করিয়ে সন্দেহর বসে পিটিয়ে পিটিয়ে হত্যা করে।

আধিকারিকরা জানান, কয়েকজন অভিযুক্ত জঙ্গলে লুকিয়ে পরেছিল আর পুলিশ তাদের ড্রোনের সাহায্যে খুঁজে বের করে। গ্রেফতার করা পাঁচ অভিযুক্তকে পুলিশ শুক্রবার আদালতে পেশ করে এবং আদালত তাদের ১৩ মে পর্যন্ত সিআইডি এর হেফাজতে পাঠায়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর