বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্র সরকার (Central Government) যাবতীয় পরিচয় পত্র ও নথি ডিজিটাল (Digitalization) করার ব্যাপারে খুবই সচেষ্ট। কোন রকম ভাবে যাতে কোনো নাগরিকের নথি বা পরিচয় পত্র নষ্ট না হয় তার জন্য সরকার চালু করেছে ডিজি লকার (Digi Locker)। ২০২৩ এর বাজেটেও এই ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে গেল।
প্যান কার্ড (Pan Card) বা পার্মানেন্ট একাউন্ট নাম্বার যে কোন রকম আর্থিক লেনদেনের ক্ষেত্রে জরুরী। এদিনের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানান যে দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য ব্যবসা কতটা প্রয়োজন। দেশের ব্যবসাকে আরও ত্বরান্বিত করার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ইউপিআই (UPI) লঞ্চ করেছে। এর মাধ্যমে শহর থেকে গ্রামে সহজেই ক্যাসলেশ অর্থ আদান-প্রদান সম্ভব হচ্ছে।
এদিনের বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, যেকোনো সরকারি ডিজিটাল ব্যবস্থাতে এবার থেকে একক পরিচয় পত্র হিসেবে গণ্য করা হবে প্যান কার্ডকে। এতে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে তিনি জানান। এরই সাথে ডেটা প্রসেস ও রেগুলেশন এর ক্ষেত্রেও সুবিধা হবে। পাশাপাশি সুবিধাজনক হবে কেওয়াইসি বা know your customer প্রক্রিয়া।
এতদিন বিভিন্ন ধরনের নথি পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা যেত কেন্দ্র ও রাজ্য স্তরে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে। এর ফলে ডেটা ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে সরকারকে পড়তে হতো অসুবিধা হয়। সেই অসুবিধা দূর করার লক্ষ্যেই কেন্দ্র প্যান কার্ডকে কমন আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করার প্রস্তাব এনেছে। পাশাপাশি কেন্দ্র এ দিনের বাজেটে কেওয়াইসির ওয়ান স্পট সলিউশন হিসেবে ডিজি লকারকে প্রাধান্য দেওয়ার কথাও বলেছে।