গভীর রাতে BJP প্রার্থীর দেওরকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন! অভিযোগের তীর তৃণমূলের দিকে

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) ফের খুন! ঘটনাস্থল সেই কোচবিহার (Coochbehar)। এবার বিজেপি প্রার্থীর দেওরকে (Relative Of BJP Candidate) খুনের অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়। দিনহাটা ২ নং ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ এলাকায় ভয়াবহ ঘটনাটি ঘটেছে। অভিযোগের তীর তৃণমূলের (Trinamool) বিরুদ্ধে।

কী ঘটেছিল? সূত্রের খবর, নিহত ব্যক্তির বৌদি বিশাখা দাস পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন। তিনি দিনহাটার কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৪৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী। বিশাখাদেবীর অভিযোগ, শনিবার রাতে কয়েক জন এসে তার দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়।

শনিবার মধ্যরাতে বাড়ির অদূরেই একটি পাটক্ষেত থেকে শম্ভু দাস (২৮) নামের ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে মৃত ব্যক্তির বাবা নরেন দাস বলেন, রাতের বেলা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। আমার মেজো ছেলের বউ বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে, ছোট ছেলে শম্ভুকে তাই খুন করা হয়েছে। বর্তমানে মৃতদেহ দিনহাটা মহকুমা হাসপাতালে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তিও বিজেপি করতেন।

এই ঘটনা প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানিরাজ জানান, মৃতের দেহে গভীর ক্ষত ছিল। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। অন্যদিকে এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। এই নিয়ে বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় বলেন, বিধানসভা ভোটের পর থেকেই গোটা জেলায় লাগামহীন সন্ত্রাস শুরু করেছে তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অঙ্গুলিহেলনে আমাদের প্রার্থীর দেওরকে খুন করা হয়েছে।”

bjp tmc

যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, ঘটনাটি ‘দুঃখজনক’। তবে এই নিয়ে ‘সস্তার রাজনীতি’ করার জন্য বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “নিহত ব্যক্তির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না। অথচ পঞ্চায়েত ভোটের আগে সব বিষয়েই তৃণমূলকে কাঠগড়ায় তোলা হচ্ছে।” পুলিশি তদন্তের ওপর ভরসা রেখেছেন মন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর