ভোট যুদ্ধঃ ট্যুইটারে ভিডিও পোস্ট করে প্রশান্ত কিশোরকে কটাক্ষ করলেন পরেশ রাওয়াল

   

বাংলাহান্ট ডেস্কঃ ভোট বাজারে একে অন্যকে কটাক্ষ করতে, খোঁচা দিতে সর্বদা প্রস্তুত। এবার বলি অভিনেতা পরেশ রাওয়াল (paresh rawal) রাজনৈতিক খোঁচা দিলেন প্রশান্ত কিশোরকে (prashant kishor)। তৃণমূলের ভোট কুশলীকে প্রশান্ত কিশোরের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করে, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় রাজনীতিতে তাঁর অবস্থান বোঝালেন।

সম্প্রতি বলি অভিনেতা পরেশ রাওয়াল তাঁর নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ৪০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে- একটি ব্যক্তি এমন ভাবে একটি চলন্ত ট্রেন ধরে থামানোর চেষ্টা করছেন, যা দেখে মনে হচ্ছে ওই ব্যক্তি নিজের শক্তি প্রয়োগ করেই ট্রেনটি থামিয়েছেন। আবার কিছুক্ষণ পরে ট্রেনটি এমনভাবে ঠেলে দিলেন, দেখে মনে হচ্ছে তাঁর বল প্রয়োগের ফলেই ট্রেনটি আবারও চলতে শুরু করল। আদতে কিন্তু ট্রেনটি থামানোতে কিংবা চালু করতে ওই ব্যক্তির কোন ভূমিকাই ছিল না। ট্রেনটি নিজের গতিতেই প্রথমে থামে এবং নির্দিষ্ট সময় পর তা আবারও নিজের গতিতেই চলতে শুরু করে।

এই ভিডিওটি প্রথম ঝলকে দেখলে মনে হবে নিছক মজা করার জন্যই বলিউডের ‘বাবু ভাইয়া’ এই ধরণের ভিডিও পোস্ট করেছেন। কিন্তু ভিডিওর ক্যাপশন বলছে অন্য কথা। শুধুমাত্র মজা করার জন্য নয়, তৃণমূলের ভোট কুশলীকে প্রশান্ত কিশোরকে খোঁচা দিয়েই তিনি এই ভিডিওটি পোস্ট করেছেন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২০১৪ সালে লোকসভা নির্বাচনে মোদী জির জয়লাভের পেছনে প্রশান্ত কিশোর তাঁকে ঠিক এভাবেই সাহায্য করেছিলেন’। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় তাঁর কাঁধে বিজেপির জনসংযোগের দায়িত্ব এসে পড়লেও, দলকে জেতানোর পেছনে তাঁর কোন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর