আরও বেকায়দায় পার্থ! আগামী সোমবার সশরীরে হাজির থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে, নির্দেশ আদালতের

বাংলা হান্ট ডেস্কঃ ভার্চুয়াল ক্ষেত্রে শুনানিতে আপত্তি, ফলে এবার সশরীরেই আদালতে উপস্থিত থাকতে হবে প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। স্কুল সার্ভিস কমিশন (SSC Case) সংক্রান্ত মামলায় পার্থকে সোমবার সকাল সাড়ে দশটার ভিতর আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই সংক্রান্ত মামলায় অপর একটি শুনানি রয়েছে ব্যাঙ্কশাল কোর্টে। ফলে আগামী সোমবার পরপর দুটি মামলায় উপস্থিত থাকতে হতে চলেছে পার্থকে।

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এক্ষেত্রে পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। শুধু তাই নয়, পরবর্তীতে পার্থের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে পায় তদন্তকারী সংস্থা।

বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এর মাঝেই এদিন তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল আলিপুরের সিবিআই আদালতে। তবে এক্ষেত্রে প্রাক্তন তৃণমূল নেতাকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে পার্থকে ভার্চুয়াল ভাবে হাজির করানোর আবেদন জানানো নিয়েই শুরু হয় জটিলতা।

সূত্রের খবর অনুযায়ী, এদিন আলিপুর আদালতে ভার্চুয়াল শুনানির লিঙ্ক কাজ না করায় স্বাভাবিকভাবে পার্থকে হাজির করানো যায়নি। এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে বলা হয়, যদি কোন ব্যক্তিকে আদালতে হাজির করানো না যায়, তাহলে তাকে আটকে রাখার কোন রকম যুক্তি নেই। এক্ষেত্রে পার্থের জামিনের আর্জি জানানো প্রসঙ্গে একাধিক জটিলতা সৃষ্টি হয় এবং অবশেষে আদালতের নির্দেশ, আগামী সোমবার সকাল সাড়ে দশটার মধ্যে পার্থকে সশরীরে হাজির হতে হবে।

Untitled design 2022 08 31T180852.980

প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রথমে পার্থ চট্টোপাধ্যায় সরাসরি আদালতে উপস্থিত হলেও পরবর্তীতে বেশ কয়েকটি সুনানি চলাকালীন ভার্চুয়াল মাধ্যমেই হাজির করানো হয় তাঁকে। এক্ষেত্রে প্রথমে আদালতে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করতে দেখা গেলেও পরবর্তীতে বিশেষ কোন আপত্তি প্রকাশ করেননি প্রাক্তন শিক্ষা মন্ত্রী। তবে এদিন জটিলতা দেখা দেওয়ার পরেই অবশেষে পার্থকে সশরীরে হাজির থাকার নির্দেশ দিল আদালত। এখন দেখার, আগামী সোমবার পরপর দুটি মামলায় কি রায় দেয় আদালত?

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর