এবার ED বনাম ED! জামিন পেতে এমন চাল খাটাল পার্থ, ঘাম ছুটছে গোয়েন্দাদের

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর জুলাই মাস থেকে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপর থেকে পেরিয়ে গিয়েছে কত দিন, মাস, প্রায় একটি বছর। দীর্ঘ এই সময়ে বারংবার আদালতের কাছে জামিনের (Bail) কাতর আরজি জানিয়েও কোনও সুরাহা পাননি এককালের হেভিওয়েট এই নেতা। তবে এবার জামিন পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, জেল থেকে রেহাই পেতে এবার ইডি-র প্রাক্তন আইনজীবী আর সামসুদ্দিনের দ্বারস্থ হয়েছেন পার্থ। হেভিওয়েট মক্কেলের জামিনের জন্য ইতিমধ্যেই আলিপুর আদালতে সওয়ালও শুরু করেছেন সামসুদ্দিন। জানা গিয়েছে, আগামীতেও পার্থর জামিন মামলার শুনানিতে উপস্থিত থাকবেন তিনি।

কে এই সামসুদ্দিন? সূত্রের খবর, ২০১৪-২০১৮ সাল পর্যন্ত চার বছর ধরে ইডি-র আইনজীবী ছিলেন তিনি। এই পেশায় দীর্ঘ সময়ের অভিজ্ঞতা তার। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট-সহ বিভিন্ন আদালতে সওয়াল করেছেন। আগে একাধিক অভিযুক্তের জামিনও আটকেছেন। আর এবার জামিন পেতে পার্থর হাতিয়ার এই আইনজীবী।

আর এতেই পার্থর জন্য কিছুটা আশার আলো দেখছেন আইনজীবী মহলের অনেকেই। একাংশের মতে ইডি- ভবিষ্যতে পার্থকে কী ভাবছে, কিভাবে তাকে চাপে রাখা হচ্ছে, পরবর্তীতে কী পরিকল্পনা নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে সেই সম্পর্কে একটা মোটামোটি ধারণা তার আইনজীবীর থাকবেই।

partha chatterjee

আইনজীবী মহলের মতে, আদালতে ইডির প্রাক্তন আইনজীবীর মাধ্যমে সওয়াল-জবাবে জামিন পেতে বেশ খানিকটা সুবিধা হতে পারে পার্থর। জামিন পেতে মরিয়া পার্থর অন্যতম হাতিয়ার এখন তার হয়ে সওয়াল করা ইডি-রই প্রাক্তন আইনজীবী সামসুদ্দিন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর