থেঁতলে গেল মুখ, জেল থেকে বেরনোর সময়েই হোঁচট খেয়ে পড়ে গুরুতর জখম পার্থ

বাংলাহান্ট ডেস্ক : গুরুতরভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী আহত। সংশোধনাগার সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) প্রেসিডেন্সি জেলের মধ্যে পড়ে গিয়ে মুখে চোট পেয়েছেন। এসএসকেএম (SSKM) হাসপাতালের চিকিৎসকরা প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে দেখতে জেলে পৌঁছন বুধবার। জেল সূত্রে খবর, প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত সপ্তাহের শেষের দিকে জেলের মধ্যে হাঁটতে হাঁটতেই আচমকা সন্ধ্যাবেলা হোঁচট খেয়ে পড়ে যান।

সূত্রের খবর, সেই সময় আঘাত (Injured) লাগে তার মুখে। প্রাথমিকভাবে সেই আঘাতের চিকিৎসা করা হয়েছিল জেলেই। তবে এদিন এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের ডেকে পরীক্ষা করানো হয় সেই চোটের। চিকিৎসকরা আশ্বস্ত করে জানিয়েছেন যে চোট গুরুতর নয় প্রাক্তন শিক্ষা মন্ত্রীর। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে তাকে।

অন্যদিকে খতিয়ে দেখা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে জেলের অন্য কোনও বন্দির বচসা হয়েছিল কিনা। সেই প্রসঙ্গেই উঠে এসেছে জঙ্গি মুসার নাম। জানা গিয়েছে, এক জেলকর্মী পার্থকে নিজের সেলে বারেবারে ঢুকতে বলছিলেন। যদিও পার্থ সেলে ঢুকতে দেরি করছিলেন। সেই সময়েই মুসার সঙ্গে তার বাকবিতণ্ডার প্রসঙ্গটি উঠে আসে।

প্রসঙ্গত প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী। এই মামলায় সিবিআই ও ইডি দুই সংস্থাই আলাদাভাবে তদন্ত করছে। অন্যদিকে আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।

partha chatterjee ..

এর আগে ভার্চুয়াল শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় একবার বলেন, “আমার শরীর ভালো নয়। পর্যাপ্ত ব্যবস্থা নেই জেলে। আমার শরীরের যত্নের জন্য পর্যাপ্ত ব্যবস্থা, ওষুধপত্র প্রয়োজন। আমার ব্যাপারটি যদি দেখেন তাহলে ভালো হয়।” এরই সাথে পার্থ বলেছিলেন, “আমি নির্দোষ আমি জানি। তবে আমি খুব অসুস্থ। এজেন্সিকে কাজে লাগিয়ে মানসিক অত্যাচার করা হচ্ছে আমার উপর। নষ্ট হচ্ছে সামাজিক সম্মান।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর