“পথ দুর্ঘটনা হলে কী পরিবহন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়?” জামিন পেতে আদালতে সওয়াল পার্থর

বাংলাহান্ট ডেস্ক : স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় আজ আলিপুরের বিশেষ আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে হাজির করানো হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেল হেফাজতের আবেদন জানায় সিবিআই। সিবিআইয়ের আইনজীবীরা জানান যে এনারা প্রভাবশালী ব্যক্তি। এনারা যদি মুক্তি পান তাহলে সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারেন।

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমান পাল্টা সওয়াল করে বলেন যে “আমার মক্কেল এই দুর্নীতি মামলা সম্বন্ধে জ্ঞাত নন।” এর থেকেই পরিষ্কার যে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় নিজের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছেন পার্থ। আদালতে বিচার চলাকালীন নিজের জামিন পেতে রীতিমতো মরিয়া দেখা যায় পার্থ চট্টোপাধ্যায়কে।

তার আইনজীবীর বক্তব্যের সূত্র ধরে তিনি বিচারককে বলেন যে “পথ দুর্ঘটনায় কারোর মৃত্যু হলে পরিবহন মন্ত্রীকে কি গ্রেফতার করা হয়? ঠিক তেমনি আমিও এই দুর্নীতির সাথে যুক্ত নই।” পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে পার্থর বয়সের “অজুহাত” দেখিয়েও জামিন আবেদন করেন। তিনি সওয়াল করেন, তার মক্কেল পার্থ চট্টোপাধ্যায়ের বয়স ৭০ বছর। তার বেশ কিছু জটিল শারীরিক সমস্যা রয়েছে। সুষ্ঠুভাবে বিচার করার জন্য তো অন্তত তাকে বাঁচিয়ে রাখতে হবে!

partha jail 1czczd

পার্থ চট্টোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যের পর সিবিআই আইনজীবী শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা আদালতে অভিযোগ তোলেন যে মামলার তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা চলছে। এই মামলায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত থাকায় জল অনেক দূর গড়াবে। পাশাপাশি সিবিআইয়ের আইনজীবীরা এই মামলায় ভারতীয় দণ্ড বিধির ২৬৭ ধরা যুক্ত করার আবেদনও জানান আদালতের কাছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর