রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! শুনেই পার্থ বললেন, আমি তো সব…

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যপালের (Governor C V Ananda Bose) বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী স্টাফ। গত বৃহস্পতিবার রাতে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তার সঙ্গে কবে কী হয়েছে, সেই বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছেন তিনি। এদিকে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে গঠন করা হয়েছে ৮ সদস্যের স্পেশাল এনকোয়ারি টিম বা সেট। ওই তদন্তকারী দলে মোট ৮ সদস্য রয়েছেন।

রাজভবনের ওই মহিলা কর্মীর অভিযোগ, তার দুবার শ্লীলতাহানি করেন রাজ্যপাল সিভি বোস। এই নিয়েই ময়দানে নেমেছে রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও অভিযোগ উড়িয়ে রাজ্যপালের দাবি, এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে পারছেন না ওয়াকিবহাল মহলের অনেকেই। তেমনই রাজ্যপালকে নিয়ে এই ঘটনা ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করলেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: ৫০ কিমি বেগে ঝড়! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কালবৈশাখী? আবহাওয়ার খবর

শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে হাজির করানো হয় নিয়োগ দুর্নীতির পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। আদালত চত্বরেই একাধিক ইস্যুতে মুখ খোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল। সেই বিষয়ে মন্তব্য করে পার্থ বলেন, ‘কুণালকে অনেক আগেই দল থেকে তাড়ানো উচিৎ ছিল।’ অন্যদিকে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও মুখ খোলেন পার্থ।

623339 partha

রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে ঘনিষ্ঠ মহলে তিনি জানান, রাজ্যপালের ঘটনা ‘অবিশ্বাস্য’। রাজ্যপাল কি এ রকম কাজ করতে পারেন? অভিযোগ কী ঠিক মনে হচ্ছে? এই প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘সব তো জানি না। যা শুনছি সেটা অবিশ্বাস্য।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর