সংশোধনাগারের ভিতর শান্তনুকে হুমকি দিচ্ছেন পার্থ! নতুন হাতিয়ার ED-র হাতে

বাংলা হান্ট ডেস্ক : সংশোধনাগারের ভিতরে নাকি হুমকি দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে এমনই অভিযোগ করলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা (TMC Leader) শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। সোমবার ইডি (ED) সূত্রে এমনই জানা গিয়েছে। শান্তনুর অভিযোগের ব্যাপারে কেস ডায়েরিতে এই ঘটনা উল্লেখ করা হবে বলে জানিয়েছে ইডি।

কলকাতার প্রেসিডেন্সি জেলে য়েছেন পার্থ চট্টোপাধ্যায়সহ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অভিযুক্তরা। সেখানেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ও। রবিবার তাঁকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে যান ইডির আধিকারিকরা।

partha chatterjee angry

ইডির দাবি, জেরায় শান্তনু তাঁদের জানিয়েছেন, তিনি প্রেসিডেন্সি জেলে আসার পরদিনই তাঁর সঙ্গে জেলের ভিতরে দেখা হয় পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায় তাঁকে প্রশ্ন করেন, কেন বার বার তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় জড়ানো হচ্ছে? জবাবে শান্তনু বলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তাই তাঁর নাম বার বার উঠে আসছে। একথা শুনে ক্ষেপে যান পার্থ চট্টোপাধ্যায়। শান্তনুকে হুমকি দিতে থাকেন তিনি।

ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনুর অভিযোগের কথা কেস ডায়েরিতে উল্লেখ করবে ইডি। এই যুক্তি সামনে রেখে পরে পার্থর জামিনের বিরোধিতা করবে তারা।

ইডি সূত্রে খবর, অয়ন শীলের গ্রেফতারির পর যে সমস্ত প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে তাদের নিয়ে শান্তনুকে জেরা করেছেন তদন্তকারীরা। কী ভাবে নিয়োগ দুর্নীতির টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছেছে তা জানার চেষ্টা করছেন তাঁরা। সঙ্গে শান্তনুর যে সব সম্পত্তির খোঁজ ইডি পেয়েছে সেগুলি কেনার টাকা তিনি কোথায় পেলেন, তাও জানতে চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর