আমফানে ক্ষতিগ্রস্থ বহু উচ্চমাধ্যমিক পড়ুয়ার বই; মমতার কাছে নতুন বইয়ের প্রস্তাব পার্থর

বাংলাহান্ট ডেস্কঃ আমফানে (amphan) ক্ষতিগ্রস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (partha Chattopadhyay) । সাংবাদিকদের তিনি জানিয়েছেন, “উচ্চমাধ্যমিক যাঁরা দিচ্ছেন, তাঁদের বই নষ্ট হয়ে গিয়েছে। সেগুলি নতুন করে দেওয়া যায় কিনা, সেটা মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছি।” পাশাপাশি করোনা আতঙ্কে পড়ুয়াদের পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি।

Partha Chatterjee 1

তিনি আরো জানান, ১০ জুন এর বদলে ৩০ জুনের পর খুলবে রাজ্যের স্কুলগুলি। আমফানের তাণ্ডব ও পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিন করে রাখার জন্যই স্কুলগুলি বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির দিন পরিবর্তিত হচ্ছে না।

mamata banerjee 1

শিক্ষামন্ত্রী বলেন, “আমফানে কয়েক হাজার স্কুল নষ্ট হয়ে গিয়েছে। কোথাও মিড-ডে মিলের জায়গা নষ্ট হয়ে গিয়েছে। কোথাও ছাদ নষ্ট হয়ে গিয়েছে। এরসঙ্গে পরিযায়ী শ্রমিকদের এখন স্কুলে কোয়ারেন্টিন করে রাখার কাজ চলছে। এই পরিস্থিতিতে বিদ্যালয়ে শিক্ষা ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।” তিনি জানিয়েছেন, ৪২০টি উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবার মত পরিস্থিতি নেই। ৮ জেলায় ৪৬২টি পরীক্ষাকেন্দ্র বদল হয়েছে।

বেসরকারি স্কুলের ক্ষেত্রে নির্দিষ্ট করে খোলার দিন না জানালেও কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন এর দ্বায়িত্ব সংশ্লিষ্টদের ওপরই ন্যস্ত করেছে সরকার।

সম্পর্কিত খবর