শাহিন বাগের বিক্ষোভ সমাবেশ নিয়ে বড় ঘোষণা করলেন বি জে পি সাংসদ- বললেন সরকার গঠন করলে ১ ঘণ্টার মধ্যে খালি করে দেবেন শাহিন বাগ

সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ নিয়ে সারা দেশে উত্তেজনা তুঙ্গে। দেশের রাজধানী দিল্লির শাহিন বাগে বেশ কিছুদিন ধরে এই আইন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিরোধীরা যা এখন দিল্লির বিধানসভা নির্বাচনের জয় পরাজয়ের বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান মুখ সাংসদ প্রবেশ বর্মা (Parvesh Verma) শাহিন বাগের এই বিক্ষোভ প্রদর্শন নিয়ে নিজের মতামত ঘোষণা করেছেন।  shahin bag

বি জে পি সাংসদ প্রবেশ বর্মা বলেছেন, যে যদি এই বারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তাহলে তারা ১ ঘণ্টার মধ্যে শাহিন বাগ খালি করে দেবেন।

একটি সভায় প্রতিনিধিত্ব করতে গিয়ে বি জে পি সাংসদ বলেন, ” এই কথাটি নোট করে রেখে দিন যে এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয়। এটি দেশে স্থায়িত্ব এবং ঐক্যের নির্বাচন। ১১ তারিখে যদি ভারতীয় জনতা পার্টি দিল্লিতে সরকার বানাতে সক্ষম হয় তাহলে এই শাহিন বাগে একটি লোকও দেখা যায়; তাহলে আমিও এখানে আছি আর আপনিও আছেন।”

শাহিন বাগ ছাড়াও প্রবেশ বর্মা সরকারি জমিতে মসজিদ বানানোর বিষয় নিয়েও কথা বলেন। নিজের ভাষণে তিনি বলেন, যদি আমার সরকার দিল্লির মসনদে আসে তাহলে ১১ তারিখের পর এক মাসের মধ্যে আমি এই লোকসভা ক্ষেত্রের যে কয়টি মসজিদ সরকারি জমির উপরে বানানো রয়েছে, সবকটিকে সরিয়ে দেব।

প্রসঙ্গত, বি জে পি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে উদ্দেশ্য করে ওনার নিরবতার উপর প্রশ্নচিহ্ন তুলেছে। বি জে পি তাদের আরেক প্রতিদ্বন্দী কংগ্রেসকেও ছেড়ে কথা বলেনি। এই প্রসঙ্গে আবার আম আদমী পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বি জে পির উপর নোংরা রাজনীতি করার অভিযোগ এনেছেন।

সম্পর্কিত খবর