কোরোনিলঃ বাবা রামদেবের বিরুদ্ধে মামলা দায়ের করবে রাজস্থান সরকার

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থান সরকার বাবা রামদেবের করোনার ওষুধ কোরোনিল খোঁজার দাবিকে ফ্রড বলে আখ্যা দিয়েছে। রাজস্থান সরকারের স্বাস্থ্য মন্ত্রী রঘু শর্মা বলেন, মহামারীর সময় বাবার রামদেব এরকম ভাবে ওষুধ বিক্রি করার চেষ্টা করছে। এটা ঠিক না।

স্বাস্থ্য মন্ত্রী রঘু শর্মা বলেন, আয়ুষ মন্ত্রালয়ের নোটিফিকেশন অনুযায়ী বাবা রামদেবকে ICMR আর রাজস্থান সরকারের থেকে করোনার আয়ুর্বেদিক ওষুধের ট্রায়ালের জন্য অনুমতি নেওয়া দরকার ছিল, কিন্তু কোন অনুমতি ছাড়াই আর কোন গঠনমূলক প্রক্রিয়া না মেনেই ওষুধের ট্রায়াল করা হয়, যেটা ভুল। রঘু শর্মা বলেন, আমরা আইনি রাস্তায় যাব আর আমাদের এক ডাক্তার এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে, ওই মামলা অনুযায়ীও আমরা পদক্ষেপ নেব।

আরেকদিকে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রালয় পতঞ্জলি আয়ুর্বেদের তরফ থেকে ওষুধের বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিয়েছে। মন্ত্রালয় জানিয়েছে যে, এই নিষেধাজ্ঞা ততদিন থাকবে, যতদিন না এই ওষুধ নিয়ে সম্পূর্ণ তদন্ত হচ্ছে। মন্ত্রালয় করোনার চিকিৎসা করা এই ওষুধের সম্পূর্ণ তথ্য জানার জন্য উত্তরাখণ্ড সরকারের কাছে অনুরোধ পাঠিয়েছে।

মন্ত্রালয়ের তরফ থেকে পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে COVID 19 চিকিৎসা করায় সক্ষম দাবি করা এই ওষুধের নাম আর গঠনপ্রণালী নিয়ে তথ্যা চেয়ে পাঠিয়েছে। সেই জায়গা আর হাসপাতালের সম্বন্ধেও জানাতে হবে যেখানে এই ওষুধের পরীক্ষণ করা হয়েছে। এর সাথে সাথে প্রোটোকল, স্যাম্পেল সাইজ, ইন্সটিটিউশনাল এথিক্স কমিটির ক্লিয়ারেন্স, CTRI রেজিস্ট্রেশন আর রেজাল্ট অফ স্টাডিজেরও তথ্য চেয়ে পাঠিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর