ছবিতে পাঠান তথা মুসলিম সম্প্রদায়ের ঘোরতর অসম্মান, শাহরুখের ছবির নাম বদলের দাবি উঠল এবার

বাংলাহান্ট ডেস্ক: চার বছর পর কামব‍্যাকের মুখেই বিতর্কের কেন্দ্রে শাহরুখ খান (Shahrukh Khan)। অনুরাগীদের দীর্ঘ অপেক্ষা করানোর পর অবশেষে ‘পাঠান’ (Pathan) রূপে বড়পর্দায় ফিরতে চলেছেন তিনি। আগামী বছর প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই নিজের ছবির জন‍্য স্লট বুক করে ফেলেছেন বাদশা। কিন্তু শেষ মুহূর্তে তীরে এসে তরী ডোবার উপক্রম!

পাঠান ছবির প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তি পেতে না পেতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। মূলত দীপিকা পাডুকোনের গেরুয়া রঙের বিকিনি নিয়ে সমস‍্যা তৈরি হয়েছে। এতে হিন্দু ধর্মের অবমাননা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু হিন্দুরা নয়, মুসলিম ধর্মাবলম্বীদের তরফেও উঠেছে আপত্তি।

pathan besharam rang
মধ‍্যপ্রদেশের উলেমা বোর্ডের তরফে পাঠান ছবিটি বয়কটের ডাক দেওয়া হয়েছে। এই ছবিটি মুসলিম ধর্মাবেগে আঘাত করে এবং মুসলিমদের অসম্মান করে। বোর্ডের সভাপতি সৈয়দ আনাস আলি বলেন, শুধু মধ‍্যপ্রদেশে নয়, গোটা ভারত জুড়ে পাঠান এর মুক্তি যাতে বন্ধ হয়ে যায় সেটা নিশ্চিত করবেন তারা।

তিনি বলেন, পাঠানরা মুসলিমদের মধ‍্যে অন‍্যতম সম্মানীয় শ্রেণি। শুধু তারা নয়, গোটা মুসলিম সম্প্যদায়কে এই ছবিতে অসম্মান করা হয়েছে। ছবির নাম পাঠান, এদিকে গানে স্বল্পবসনা মেয়েরা অশ্লীল ভাবে নাচ করছে। পাঠানদের ভুল ভাবে দেখানো হচ্ছে ছবিতে।

তাঁর দাবি, বদলাতে হবে ছবির নাম। পাঠান ওরফে শাহরুখের চরিত্রটির নামও বদলাতে হবে। তবেই ছবিটি মুক্তি দেওয়া হবে, অন‍্যথায় নয়। দরকার হলে আইনের সাহায‍্য নেওয়া হবে, সেন্সর বোর্ডে যাওয়ার হুমকিও দিয়েছেন বোর্ডের সভাপতি।

পাঠানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মধ‍্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। গেরুয়া বিকিনি সহ কিছু দৃশ‍্যের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলেছেন তিনি। ওই পোশাক এবং দৃশ‍্যগুলি না বদলালে মধ‍্যপ্রদেশে পাঠান মুক্তি দেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন নরোত্তম মিশ্র।

একটি টুইটে তিনি লিখেছেন, ‘পাঠান ছবির গানে টুকরে টুকরে গ‍্যাংয়ের সমর্থক অভিনেত্রী দীপিকা পাডুকোনের পোশাক আশাক অত‍্যন্ত আপত্তিজনক আর গানটি বিকৃত মানসিকতা নিয়ে তৈরি হয়েছে। গানের দৃশ‍্য এবং পোশাক আশাক ঠিক করতে হবে, নয়তো মধ‍্যপ্রদেশে ছবিটি দেখানো হবে কিনা সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর